ঈদে আসা এই পাঁচ গান শুনতে পারেন
সিনেমা ও নাটকের বাইরে ঈদুল ফিতরে নানা স্বাদের শতাধিক একক গান প্রকাশ্যে এসেছে। রক গান যেমন রয়েছে, তেমনি র্যাপ গানও রয়েছে; এর মধ্যে এই পাঁচটি গানে কান পাততে পারেন।
ইন্দ্রিয়, আরবোভাইরাস
ঈদুল ফিতর উপলক্ষে ১ এপ্রিল গানটি প্রকাশ করেছে হার্ড রক ব্যান্ড আরবোভাইরাস। চতুর্থ অ্যালবাম ‘রিপাবলিক অব আরবোভাইরাস’–এর তৃতীয় গান এটি। প্রকাশের দেড় সপ্তাহের ব্যবধানে ইউটিউবে গানটি আট হাজারবার শোনা হয়েছে। গানটির সুর, গায়কি ও কথার প্রশংসা করছেন আরবোভাইরাসের অনুরাগীরা।
এই গান দিয়ে ভোকালিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেছেন ব্যান্ডটির গিটারিস্ট মুনতাসির মামুন। অল্টারনেটিভ রক ধাঁচের গানটির কথা ও সুর করেছেন তিনি। ‘ইন্দ্রিয়’ রেকর্ড, মিক্স ও মাস্টার করেছেন সুহার্তো শেরিফ।
পাগল, অ্যাশেজ
ঈদের দিন ‘বিভ্রম’ অ্যালবামের তৃতীয় গান ‘পাগল’ প্রকাশ করেছে অ্যাশেজ। গানটি প্রকাশের দুই দিনের ব্যবধানে ইউটিউবে ১ লাখ ৩২ হাজারের বেশিবার শোনা হয়েছে। এটি ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে। গানের কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান।
জেনে নিয়ো, ঈশান মজুমদার ও নন্দিতা
চাঁদরাতে এসেছে ঈশান মজুমদার ও নন্দিতার নতুন গান ‘জেনে নিয়ো’। নব্বইয়ের দশকের আবহে নির্মিত এই গানের ভিডিওতেও দেখা গেছে ঈশান ও নন্দিতাকে। গানটির কথা ও সুরও করেছেন ঈশান।
কোন সে পাড়া, এমসি মাগস
ঈদের দিন ‘কোন সে পাড়া’ শিরোনামে র্যাপ গানটি নিয়ে এসেছেন জনপ্রিয় র্যাপার এমসি মাগস। দুই দিনের ব্যবধানে ফেসবুকে ১৬ লাখের বেশিবার দেখা হয়েছে গানটির ভিডিও চিত্র। ইউটিউবে দেড় লাখের বেশিবার দেখা হয়েছে গানটি।
আছেন আমার মোক্তার
গাজী মাজহারুল আনোয়ারের লেখা, আলাউদ্দিন আলীর সুরে সৈয়দ আবদুল হাদীর গাওয়া জনপ্রিয় গানটি কণ্ঠে তুলেছেন অভিনেতা, গায়ক চঞ্চল চৌধুরী ও মিফতাহ জামান। ঈদ উপলক্ষে ৯ এপ্রিল গানটি প্রকাশ করেছে আইপিডিসি আমাদের গান।