সুইফটের আরও ৪
বলা হয়ে থাকে, পুরস্কারের মঞ্চ থেকে খালি হাতে ফেরেন না টেলর সুইফট। এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসেও রাজত্ব করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সর্বোচ্চ সাত বিভাগে মনোনয়ন পেয়েছিলেন আর জিতে নিলেন সর্বোচ্চ চারটি পুরস্কার। আলোচিত গান ‘ফোর্টনাইট’-এর জন্য ঘরে তুলেছেন সেরা আর্টিস্ট, সেরা ভিডিওর পুরস্কার।
গত রোববার রাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের কো-অপ লাইভ অ্যারেনায় জমকালো এক আয়োজনে দেওয়া হয় পুরস্কার। গত বছর গাজায় যুদ্ধ পরিস্থিতির কারণে প্যারিসের আসরটি স্থগিত করেছিল এমটিভি কর্তৃপক্ষ। এ বছর ৩০তম আসর বসেছে।
বর্তমানে ইরাস ট্যুরে উত্তর আমেরিকায় রয়েছেন সুইফট। একটি ভিডিও বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। এ বছরের এপ্রিলে প্রকাশিত হয়েছে দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট। অ্যালবামটির জন্য ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসেও মনোনয়ন পেয়েছেন। এ অ্যালবামের ‘ফোর্টনাইট’ গানের জন্যই পুরস্কৃত হলেন। ‘ফোর্টনাইট’-এ অতিথি শিল্পী হিসেবে রয়েছেন মার্কিন গায়ক পোস্ট মালোন।
এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে তিনবার সেরা শিল্পীর পুরস্কার পেয়ে রেকর্ড গড়েছেন সুইফট। দুবার সেরা শিল্পী হয়ে রেকর্ডটি এর আগে কানাডিয়ান গায়ক শন মেন্ডেসের দখলে ছিল। এ আসরে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকান সংগীতশিল্পী টাইলা; এর মধ্যে সেরা আরঅ্যান্ডবি ও সেরা আফ্রিকান শিল্পীর পুরস্কারও রয়েছে।
আসরটি উপস্থাপনা করেছেন মার্কিন সংগীতশিল্পী রিটা ওরা। তিনি ওয়ান ডিরেকশন ব্যান্ডের প্রয়াত গায়ক লিয়াম পেইনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গত মাসেই মারা গেছেন পেইন। পেইনের সঙ্গে গানও করেছেন ওরা। তিনি বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে দরদি মানুষ লিয়াম পেইন। তিনি সর্বদা মানুষের পাশে থাকতেন।’
‘এসপ্রেসো’ গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার। এর বাইরে অ্যারিয়ানা গ্র্যান্ডে, ব্ল্যাকপিংক তারকা লিসাসহ আরও অনেকে পুরস্কার পেয়েছেন।