দৃষ্টিপ্রতিবন্ধী সাকিবের কণ্ঠে নিজের গাওয়া গান শুনে আবেগে ভাসলেন আসিফ

দৃষ্টিপ্রতিবন্ধী সাকিবের কণ্ঠে নিজের গাওয়া গান শুনে আবেগে ভাসলেন আসিফকোলাজ : প্রথম আলো

অবসরে ঢাকা কলেজের ক্লাসরুম। ক্লাসের ফাঁকে বসে হাত দিয়ে বেঞ্চ বাজিয়ে বন্ধুদের সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী সাকিব গাইছেন ‘সবুজের বুকে লাল’ গানটি। ‘লাল সবুজ’ সিনেমার এই গানটির প্রকৃত শিল্পী আসিফ আকবর।

আজ রোববার বিকেলে গানের এই ভিডিওটি আসিফের নজরে আসে। আবেগে আপ্লুত হয়ে সন্ধ্যা সাতটার দিকে তাঁর নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন এই সংগীতশিল্পী।

ভক্তের প্রতি ভালোবাসা জানিয়ে স্ট্যাটাসের একাংশে আসিফ লিখেছেন, ‘ঢাকা কলেজের ২৩ ব্যাচের মেধাবী ছাত্র সাকিব। আল্লাহ তাকে চোখের দৃষ্টি দেননি ঠিকই, মনের সৌন্দর্য দিয়েছেন উজাড় করে। কণ্ঠে দিয়েছেন অসীম শক্তি, বুকে দিয়েছেন টইটম্বুর দেশপ্রেম।’
শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লাল সবুজ’ সিনেমায় ২০০৫ সালে গানটি গেয়েছিলেন আসিফ।

আসিফ আকবর
ফাইল ছবি

আবেগে আপ্লুত আসিফ, সাকিবকে নিয়ে স্ট্যাটাসে আরেক অংশে লিখেছেন, ‘মিলটন খন্দকার ভাইয়ের লেখা, সুর ও সংগীতে গানটি গেয়েছিলাম “লাল সবুজ” সিনেমার জন্য। আজ সাকিবের কণ্ঠে সবুজের বুকে লাল গানটা শুনে খুব আপ্লুত হলাম, আবেগপ্রবণ হয়ে গেলাম। আমি সাকিবকে চিনি না। আমার সন্তানের বয়সী ছেলেটির গায়কির উত্তেজনায় বাক্‌রুদ্ধ হয়েছি। সে আমার চেয়ে শক্তিশালী গায়কি দিয়েছে। এই শক্তি তার মনের গহিন থেকে বের হয়েছে। কারণ, সে দেশপ্রেমিক। সাকিব তোমার জন্য ভালোবাসা অবিরাম…।’

প্রথম আলোকে আসিফ বলেন, ‘আমি আজ বিকেলেই এই ভিডিওটি পেয়েছি। এক ঘণ্টা ধরে আমি ওর গান শুনেছি। দেখার পর আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল। সবচেয়ে বড় কথা, আমি যখন গানটি করি, তখন ওর জন্মই হয়নি। অথচ দেশপ্রেমের এই গানটি এই প্রজন্মের মধ্যে কীভাবে সঞ্চারিত হয়েছে। আমি বাক্‌রুদ্ধ হয়েছি। দৃষ্টিপ্রতিবন্ধী সাকিবের কণ্ঠে গানটি শুনে আমার সংগীত জীবন সার্থক। আমার আর কিছু চাওয়ার নাই।’

তিন দিন আগে ফেসবুকের একটি আইডি থেকে সাকিবের গাওয়া গানটির ভিডিওটি আপ করা হয়। তিন দিনে প্রায় ১০ হাজার লাইক, এক শ মন্তব্য ও চার শর ওপর শেয়ার হয়েছে ভিডিওটি।