জমেছিল ‘সাধু মেলা’
২০১৯ সাল থেকে প্রতি পূর্ণিমায় ‘সাধু মেলা’র আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বলা যায়, প্রতিষ্ঠানটির সমকালীন কার্যক্রমের মধ্যে এটি উল্লেখযোগ্য নিয়মিত আয়োজন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় সাধু মেলা।
শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে আজ ছিল সাধু মেলার ৫৬তম আসর। বাউলগান পরিবেশনার ফাঁকে সংক্ষিপ্ত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। সাধু মেলার পরিবেশনায় অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল সাধক ও প্রতিষ্ঠিত শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতেই বাউলগান পরিবেশন করেন আয়নাল হক বাউল। তিনি শোনান ‘রাখো মারো’। এরপর পরিবেশিত হয় দলীয় গান। বাউলগান পরিবেশন করেন রিতা খাতুন, সাইফুল ইসলাম, সিকদার, প্রিয় বিশ্বাস, কৃষ্ণ গোপাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বাউলগান পরিবেশন করেন আবদুল আউয়াল, চন্দনা মজুমদার, মজিদ বাউল, সমির হোসেন, জহুরা ফকিরানী ও মো: শিবলী। এ ছাড়া ছিল আবদুল মান্নান তালুকদার, নাবিয়া বিনতে নাছির মিতুল, মো: আয়নাল হক, ফারজানা আফরিন ইভা, মো: ফারুক হোসেন, বিদ্যুৎ শীল ও শিরিন সুলতানার পরিবেশনা।