স্কুল ফাঁকি দিয়ে বিয়ন্সের কনসার্ট দেখতেন তিনি

পুরস্কার হাতে লিজ্জো
এএফপি

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়ে নিজের খবরের শিরোনাম যেন আগেই লিখে দিয়েছিলেন বিয়ন্সে, গতকাল লস অ্যাঞ্জেলেসে সেটিই কেবল মঞ্চস্থ হলো। গ্র্যামিতে ৪টি পুরস্কার নিয়ে ৪১ বছর বয়সী গায়িকা এখন গ্র্যামির রানি; মোটমাট ৩২টি পুরস্কার হলো তাঁর। গেওর্গ সলটির ৩১ পুরস্কার পেছনে ফেলে তিনিই এখন সর্বোচ্চ গ্র্যামিজয়ী তারকা। পুরস্কার নিতে গিয়ে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন বিয়ন্সে, ‘চেষ্টা করছি আবেগপ্রবণ না হওয়ার, চেষ্টা করছি কেবল পুরস্কার নিতে। আমাকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ পুরস্কার নিয়ে পরিবারকেও ধন্যবাদ জানান তিনি।

গ্র্যামিতে পারফর্মও করেন লিজ্জো
এএফপি

বিয়ন্সে গেওর্গের রেকর্ড টপকে গেলেও গ্র্যামির সেরা পুরস্কারগুলো জিততে পারেননি বিয়ন্সে; যদিও ছয় বছর বিরতির পর মুক্তি পাওয়া তাঁর রেনেসাঁ অ্যালবাম নিয়ে ভক্তদের প্রত্যাশা ছিল আরও বেশি। সেরা পুরস্কারগুলোয় বিয়ন্সের মতোই হতাশ করেছেন টেলর সুইফটও, তিনি ঘরে ফিরেছেন মোটে একটি পুরস্কার নিয়ে (সেরা মিউজিক ভিডিও)।

এবারের গ্র্যামিতে বাজিমাত করেছেন লিজ্জো ও হ্যারি স্টাইলস। গান ও অভিনয় দিয়ে এ সময়ের অন্যতম আলোচিত তারকা হ্যারি স্টাইলস। এই ব্রিটিশ গায়ক বিয়ন্সেকে হারিয়ে জিতেছেন মর্যাদাপূর্ণ অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার। নিজের প্রতিক্রিয়ায় হ্যারি বলেন, ‘এই ক্যাটাগরিতে থাকা সব শিল্পীর দ্বারাই অনুপ্রাণিত হয়েছি আমি।’

হ্যারির কণ্ঠে ‘অ্যাজ ইট ওয়াজ’ দর্শককে মুগ্ধ করে
এএফপি

অনুষ্ঠানে রুপালি জাম্পস্যুটে হ্যারির কণ্ঠে ‘অ্যাজ ইট ওয়াজ’ দর্শককে মুগ্ধ করে।
অন্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরির মধ্যে রেকর্ড অব দ্য ইয়ার ও সং অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন যথাক্রমে লিজ্জো ও বনি র‍েইট। কেবল পুরস্কার নয়, অনুষ্ঠানে লাল গোলাপের মতো পোশাকে হাজির হয়ে চমকে দিয়েছেন লিজ্জো। প্রয়াত গায়ক প্রিন্সকে পুরস্কার উৎসর্গ করে লিজ্জো জানান, কীভাবে প্রিন্স তাঁকে প্রেরণা জুগিয়েছেন। এ ছাড়া তিনি বিয়ন্সেকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। উল্লেখ করেন পঞ্চম গ্রেডে পড়ার সময় স্কুল ফাঁকি দিয়ে বিয়ন্সের কনসার্ট দেখার ঘটনা।

আরও পড়ুন

গ্র্যামির খবর অসম্পূর্ণ থেকে যাবে অভিনেত্রী ভায়োলা ডেভিসের কথা না বললে, বেস্ট অডিও বুকের পুরস্কার পেয়েছেন তিনি। এই পুরস্কার দিয়ে এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ডস জয়ের বিরল কৃতিত্বের অধিকারী হলেন তিনি। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন আর মাত্র ১৭ জন।

এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ডস জয়ের বিরল কৃতিত্বের অধিকারী হলেন ভায়োলা ডেভিস
এএফপি

রেকর্ডিং একাডেমির প্রায় ১১ হাজার সদস্যের ভোটে নির্বাচিত হয়েছেন এবারের গ্র্যামিজয়ীরা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় সিবিএস টেলিভিশন নেটওয়ার্ক ও স্ট্রিমিং সার্ভিস প্যারামাউন্ট প্লাসে। এবারের গ্র্যামি শুরু হয় পুয়ের্তো রিকোর গায়ক ব্যাড বানির পারফরম্যান্স দিয়ে, ভক্তদের মতে যা ছিল অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলোর একটি।

একনজরে ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডস
সঞ্চালক: ট্রেভর নোয়া
সবচেয়ে বেশি পুরস্কার: বিয়ন্সে (৪টি)
রেকর্ড অব দ্য ইয়ার: অ্যাবাউট ড্যাম টাইম, লিজ্জো
অ্যালবাম অব দ্য ইয়ার: হ্যারিস হাউস, হ্যারি স্টাইলস
সং অব দ্য ইয়ার: জাস্ট লাইক দ্যাট, বনি রেইট
বেস্ট নিউ আর্টিস্ট: সামারা জয়
বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: ‘ব্রেক মাই সৌল’, বিয়ন্সে

আরও পড়ুন