কত দিনের পরিচয়ে তাহসান–রোজার বিয়ে

গতকাল শনিবার পারিবারিকভাবে বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের সেই ঘটনা এখনো আলোচনার শীর্ষে। এর মধ্যে তাহসানের স্ত্রী রোজা আহমেদ নতুন ছবি পোস্ট করেছেন। বিয়ের নতুন ছবিতে দেখা নেওয়া যাক তাহসান-রোজাকে-
১ / ৬
তাহসান নিজে গতকাল জানান, তিনি বিয়ে করছেন। সন্ধ্যায় দেশেই সারেন বিয়ের পর্ব।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৬
তাহসান ও রোজার চার মাসের পরিচয়। পরে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
দুজনই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
বিয়ের পরের আনুষ্ঠানিকতা দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও হতে পারে, তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
এদিকে বিয়ের পর্ব সেরে তাহসানের স্ত্রী রোজা ঢাকায় ব্রাইডাল মেকআপের ওপর দুই দিনের প্রশিক্ষণ নিবেন। জানা যায়, তারপরই তাঁরা আবার যুক্তরাষ্ট্রে যাবেন।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৬
নিজেদের পছন্দের পোশাকেই বিয়ের পীড়িতে বসেন এই দম্পত্তি।
ছবি: ইনস্টাগ্রাম