পূজায় সাড়া ফেলেছে সমরজিৎ ও শুভমিতার ‘তোমার জন্য রোদ্দুর’

শুভমিতা ও সমরজিৎকোলাজ

বাংলাদেশের সংগীতশিল্পী সমরজিৎ রায় এর আগে বেশ কয়েকজন ভারতীয় শিল্পীর সঙ্গে গান গেয়েছেন। সেসব গান বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। এবার তিনি গাইলেন ভারতের সংগীতশিল্পী শুভমিতার সঙ্গে। গানটি পূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে। ‘তোমার জন্য রোদ্দুর’ শিরোনামের দ্বৈত কণ্ঠের এই গানের কথা লিখেছেন সঞ্জয় রায়, সুর, সংগীতায়োজন সমরজিৎ রায়। গানটিতে কোরাসে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায় পরিচালিত সুরছায়া সংগীত পাঠশালার কয়েকজন শিক্ষার্থী। গানটি সংগীতাঙ্গনে প্রশংসিত হয়েছে।

গানটি প্রসঙ্গে শুভমিতা বলেন, ‘আমি খুব আশা করব, আপনারা যেভাবে সব সময় বাংলা গানের সঙ্গে থেকেছেন, এই গানটির সঙ্গেও থাকবেন। গানটি গেয়ে আমার ভীষণ ভালো লেগেছে, আপনাদের শুনেও খুব ভালো লাগবে এমনটা আশা রাখছি।’

সমরজিৎ রায় ও শুভমিতা

সমরজিৎ রায় বলেন, ‘শুভমিতা দিদি আমার ভীষণ পছন্দের একজন শিল্পী। গানটি সুর করে যখন দিদিকে পাঠাই, তিনি পছন্দ করেন। গানটি শুনেই আমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়ার সম্মতি দেওয়াটা পরম সৌভাগ্যের মনে করছি। শুধু তা–ই নয়, পার্থদার (শুভমিতা দিদির স্বামী) কাছে পরে জেনেছি, দিদি তাঁর বাড়িতে এই গানের সুর সারাক্ষণই গুনগুন করে গাইতেন এবং গানটি রেকর্ড করে তিনি ভীষণ খুশি হয়েছিলেন। আমার জন্য আরও ভালো লাগার বিষয় হলো আমার সুরছায়ার শিক্ষার্থীরা এই গানের কোরাসে কণ্ঠ দিয়েছে। তাদের কোরাস কণ্ঠ যুক্ত হওয়ার কারণে গানটির প্রতি সবার মুগ্ধতা আরও বেশি বাড়বে বলেই আমার বিশ্বাস।’

সমরজিৎ রায় বললেন, ‘সুরছায়ার শিক্ষার্থীদের নিয়ে এটিই আমার প্রথম কোনো কাজ। সর্বোপরি ভীষণ মিষ্টি রোমান্টিক এই গানটি সবার ভীষণ পছন্দ হবে এটুকু আমি বলতে পারি।’ ‘তোমার জন্য রোদ্দুর’ গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু এবং মিক্সি-মাস্টারিং করেছেন গৌতম বসু। গানটি সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।