জেতার পর প্রেমিককে মাঠেই চুম্বন, আবার আলোচনায় সুইফট
লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বসেছিল সুপারবোল ফাইনাল। আপাতদৃষ্টে খেলার মানুষ না হয়েও ফাইনালের সব আলো যেন নিজের দিকে কেড়ে নিয়েছেন সংগীত তারকা টেইলর সুইফট। কারণটা আর কিছু নয়, তাঁর প্রেমিক ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফস জিতেছে এনএফএলের (আমেরিকান ফুটবল) শিরোপা। জয়ের পর মাঠেই প্রেমিককে চুম্বন করেছেন সুইফট। এএফপি, পিপলসডটকম অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৪
২ / ৪
৩ / ৪
৪ / ৪