৪৫ বছর আগের গান নতুন করে
৪৫ বছর আগে প্রকাশিত একটি গান নতুন করে সবার সামনে তুলে ধরার উদ্যোগ নিলেন সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। সেই উদ্যোগ থেকেই বাংলা ভাষার গানটির ভাবানুবাদ করে ইংরেজি ভাষায় উপস্থাপন করেছেন তিনি। নতুন করে তৈরি এই গান গাওয়ানো হয়েছে তানিম হায়াত খানকে দিয়ে। ‘ক্যান ইউ টেল মি হোয়াটস গোয়িং অন’ শিরোনামের এই গানটি ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
‘বাংলায় একি খেলা চলছে হরদম’ শিরোনামে ৪৫ বছর আগে তৈরি গানটি গেয়েছিলেন রফিকুল আলম। শেখ সাদী খানের সুর ও সংগীতে তৈরি গানটির গীতিকার মুন্শী ওয়াদুদ। নতুন গানটি কণ্ঠে ধারণ করা তানিম হায়াত খান সম্পর্কে শেখ সাদী খানের ভাতিজা। এত বছর পর তৈরি এই গানটি গাইতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর চাচার প্রতি।
ফেসবুকে লিখেছেন, ‘চাচা, আমাকে গানটা গাওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনার এই সৃষ্টি নতুন করে আবার ছড়িয়ে পড়ুক ইংরেজি ভার্সনের মাধ্যমে, এইটাই আশা থাকল।’ কথায় কথায় তানিম এ–ও বললেন, ‘৪৫ বছর পরে এবার ইংরেজিতে কাভার করছি গানটি। উৎসর্গ করছি গানটার মূল কারিগরদের। আমাদের সৌভাগ্য যে ৪৫ বছর পরে তাঁরা তিনজনই গানটার রিমেক শুনতে পেলেন।’
‘ক্যান ইউ টেল মি হোয়াটস গোয়িং অন’ গানের সংগীতায়োজন করেছেন সজীব কুমার দাশ, লিখেছেন সাইয়েদা শারমীন রুমা। আজ শুক্রবার সন্ধ্যায় শেখ সাদী খান প্রথম আলোকে জানালেন, ‘সুর ঠিক রেখে গানটা ভাবানুবাদ করেছি আমরা। আমার সুরে প্রথম কোনো গান ইংরেজি ভাষায় প্রকাশিত হলো।’
নতুন করে গানটি তৈরির কারণ হিসেবে শেখ সাদী খান বললেন, ‘৪৫ বছর আগে যখন গানটি বানিয়েছিলাম, ভেবেছিলাম কীভাবে আন্তর্জাতিকভাবে এটিকে ছড়িয়ে দেওয়া যায়। কিন্তু আমাদের বাংলা গান তো আন্তর্জাতিকভাবে সেভাবে পৌঁছায় না। শুধু বাঙালিরাই শোনেন। তা ছাড়া বিশ্ববাসীকে শান্তির পথে আহ্বান জানিয়ে যে ভাবনা থেকে গানটি বানিয়েছিলাম, সেসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড এখনো সারা পৃথিবীতে চলছে। মানবতা বাদ দিয়ে পেশিশক্তির লড়াই অব্যাহত। বিশ্ব শক্তিধরদের কাছে তাই আবেদন জানাতে গানটি ইংরেজি ভাষায় নতুনভাবে তৈরি করা। আবারও বলতে চাই—ধ্বংস চাই না, শান্তি চাই।’