‘গান রেকর্ডিং করার সময় বাবাকে মিস করি’
‘আমার বাবা একজন জনপ্রিয় সংগীতশিল্পী। কিন্তু তাঁর জন্মদিন বা মৃত্যুদিনে বাবাকে নিয়ে কোনো আলোচনা হয় না। ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে, তাই আমি জন্মদিনে বাবাকে গান উপহার দিই।’ আক্ষেপ নিয়ে এই কথাগুলো প্রথম আলোকে বলেছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রবাল চৌধুরীর ছেলে রঞ্জন চৌধুরী। আজ ২৫ আগস্ট প্রবাল চৌধুরীর ৭৫তম জন্মদিন।
প্রবাল চৌধুরীর জন্মদিন উপলক্ষে আজকে প্রকাশ হয়েছে রঞ্জন চৌধুরী ও শুভমিতার রোমান্টিক গান ‘আকাশ তলে তুমি আমি’। গানটি লিখেছেন মো. ওবায়দুল্লাহ ও সুর করেছেন রঞ্জন চৌধুরী নিজেই। গান প্রসঙ্গে রঞ্জন চৌধুরী বলেন, ‘আমি বেছে বেছে গান করি, তাই নিয়মিত আমাকে গান গাইতে দেখা যায় না। বাবার জন্মদিনে গান উপহার দেব বলে চার মাস ধরে গানটি রেডি করেছি। তিন মাস ধরে শুধু গানের কম্পোজিশন করেছি। গত বছরও বাবার জন্মদিনে আমি আমার একক গান “আছি অপেক্ষায়” প্রকাশ করেছি।’
ষাটের দশকে বাংলা ছবির প্লেব্যাক সিঙ্গার হিসেবে সফল হয়েছেন প্রবাল চৌধুরী। ‘সোনা বউ’ ছবিতে তাঁর গাওয়া ‘আমি ধন্য হয়েছি ওগো ধন্য/তোমারি প্রেমেরই জন্য’ গানটি বেশ জনপ্রিয়। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে আছে ‘লোকে যদি মন্দ কয়, সে তো নহে পরাজয়’, ‘আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার’ ইত্যাদি।
বাবার স্মৃতিচারণা করে রঞ্জন বলেন, ‘বাবা আমার অনেক গানের রেকর্ডিং করতে স্টুডিওতে আসত। এখনো স্টুডিওতে গান রেকর্ডিং করার সময় বাবাকে মিস করি। আমি আগে একভাবে গান করতাম। আর এখন যেভাবে গান করি, সেটা বাবা দেখলে অনেক খুশি হতো।’
‘আকাশ তলে তুমি আমি’ গানটির সংগীতায়োজন যৌথভাবে করেছেন বাংলাদেশের সব্যসাচী রনি ও কলকাতার সুদীপ্ত সাহা। গানটিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিখ্যাত যন্ত্রশিল্পীরা তাঁদের নিজ নিজ যন্ত্র বাজিয়েছেন। ইতিমধ্যে কলকাতার ভাইব্রেশনস স্টুডিওতে গানটির রেকর্ড ও শুটিং সম্পন্ন হয়েছে।
কলকাতায় রেকর্ডিং প্রসঙ্গে রঞ্জন বলেন, ‘গানটির সংগীতায়োজক কম্পোজার সব্যসাচী রনি সন্তুর, বাঁশি, বেহালা ও স্যাক্সোফোনের প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই কলকাতার কম্পোজার সুদীপ্ত সাহার মাধ্যমেই পশ্চিমবঙ্গের প্রথম সারির যন্ত্রশিল্পীদের দিয়ে এ গানের কম্পোজিশন কলকাতায় সম্পন্ন করি।’ ‘আকাশ তলে তুমি আমি’ প্রকাশ হয়েছে রঞ্জন চৌধুরীর ইউটিউব 'রঞ্জন উইথ মেলোডিস সং' নামের চ্যানেলে।