নেটফ্লিক্সের সিরিজে জিসু

জিসুওয়ার্নার রেকর্ডস

ব্ল্যাকপিঙ্ক তারকা জিসুকে গানের বাইরে অভিনয়ে নিয়মিত দেখা যায়। এবার ‘মান্থলি বয়ফ্রেন্ড’ নামের নেটফ্লিক্সের নতুন সিরিজে অভিনয় করবেন তিনি। খবর দ্য কোরিয়া হেরাল্ডের

ফ্যান্টাসি রোমান্স ড্রামাটিতে জিসুর বিপরীতে অভিনয় করছেন কোরীয় অভিনেতা ও গায়ক সিউ ইন গুক। সিরিজটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

জিসু
ইনস্টাগ্রাম থেকে

ফিলিপাইনের চিবু শহরে সিরিজের দৃশ্যধারণ করেছেন তিনি। শুক্রবার ফিলিপাইন থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরেছেন জিসু।

এর মধ্যে প্রথম একক ইপি ‘মর্টগেজ’ নিয়ে আসছেন জিসু। এই অ্যালবামে মোট চারটি গান রয়েছে। প্রায় দুই বছর আগে ২০২৩ সালের মার্চে ‘ফ্লাওয়ার’ গান দিয়ে একক ক্যারিয়ারে যাত্রা করেছেন এই ব্ল্যাকপিঙ্ক তারকা।

একই মাসে প্রকাশিত হয়েছে তাঁর প্রথম একক অ্যালবাম ‘মি’। প্রায় দুই বছর পর একক ইপি নিয়ে আসছেন তিনি। এর মধ্যে ‘ফ্লাওয়ার’ শ্রোতাদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল।

২০১৫ সালে ‘দ্য প্রডিউসারস’ সিরিজ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে জিসুর। ২০২১ সালে ‘স্নোড্রপ’ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরপর ‘নিউটোপিয়া’সহ বেশ সিনেমা ও সিরিজে দেখা গেছে তাঁকে।

২০১৬ সাল থেকে ব্ল্যাকপিঙ্কের সঙ্গে রয়েছেন জিসু। এ বছরের শেষভাগে তাঁর ব্ল্যাকপিঙ্কে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন