গানে ফিরতে মরিয়া ডিওন
জটিল স্নায়ুরোগে ভুগছেন সেলেন ডিওন, ফলে গান থেকে অনেক দিন ধরেই দূরে এই কানাডীয় গায়িকা। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে গানে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। সেলেন বলেছেন, মঞ্চে ফিরতে তাঁর তর সইছে না।
২০২২ সালের ডিসেম্বরে জটিল স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার কথা প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন সেলেন ডিওন। জানান, এই রোগের কারণে শারীরিক ও মানসিক নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
মঞ্চে ফেরার আকাঙ্ক্ষা জানিয়ে সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে সেলেন ডিওন লিখেছেন, ‘এই অসুস্থতার মধ্য দিয়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর একটি। কিন্তু আমি যতটা সম্ভব স্বাভাবিক জীবনে ফিরতে চাই, প্রতিজ্ঞা করেছি একদিন মঞ্চে ফিরবই।’ একই সঙ্গে তাঁর মতো রোগে আক্রান্ত মানুষদেরও প্রেরণা হয়ে উঠতে চান গায়িকা। এ প্রসঙ্গে একই পোস্টে সেলেন ডিওন লিখেছেন, ‘সারা পৃথিবীর অনেক মানুষই স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত, আমি তাঁদের সমর্থন দিতে চাই; প্রেরণা জোগাতে চাই। তাঁদের বলতে চাই, আপনি সেরে উঠতে পারবেন, আমরা পারব।’
দীর্ঘ অসুস্থতার সময় তাঁর পরিবারের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাতেও ভোলেননি গায়িকা। তিনি বলেন, ‘আমার সন্তান, পরিবার, টিমসহ সবাইকে সব সময়ই পাশে পেয়েছি। আমি তাঁদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ পোস্টের সঙ্গে তিন সন্তানসহ হাস্যোজ্জ্বল ছবিও জুড়ে দিয়েছেন সেলেন ডিওন।
জাতিসংঘের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের তথ্যমতে, স্টিফ পারসন সিনড্রোমের কোনো কার্যকর চিকিৎসা নেই। অসুস্থতার কারণে গত বছরের মে মাসে কনসার্ট স্থগিত করতে বাধ্য হন সেলেন ডিওন। ২০২৩ ও ২০২৪ সালে কনসার্টগুলো হওয়ার কথা ছিল।
স্থগিত হওয়ার কথা জানিয়ে তখন গায়িকা বলেছিলেন যে কনসার্টে গাওয়ার মতো তাঁর শারীরিক সক্ষমতা নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেলেন ডিওনকে শেষবার প্রকাশ্যে দেখা যায়। অনুষ্ঠানে তিনি টেলর সুইফটের হাতে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার তুলে দেন। এর আগে জানুয়ারি মাসে তথ্যচিত্রের ঘোষণা দেন সেলেন ডিওন। জানান, তথ্যচিত্রে তিনি রোগটি নিয়ে খোলামেলাভাবে কথা বলবেন, যা সচেতনতা তৈরিতে কাজ করবে। তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হওয়ার কথা।
চার দশকের বেশি সময় ধরে গান গাইছেন সেলেন ডিওন, বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকাদের একজন তিনি। এ পর্যন্ত তাঁর অ্যালবাম ২৫০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।