লস অ্যাঞ্জেলেসের বদলে এবার লাস ভেগাসে
অমিক্রন সংক্রমনের কারণে পিছিয়েছে সংগীতের জমকালো আসর ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। আর প্রথমবারের মতো এটি লস অ্যাঞ্জেলেসের বদলে অনুষ্ঠিত হবে লাস ভেগাসে, আগামী ৩ এপ্রিল। গ্র্যামির এবারের আসর বসার কথা ছিল ৩১ জানুয়ারি।
লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড অ্যারেনাতে অনুষ্ঠিত হবে এই আয়োজন। একটি বিবৃতিতে আয়োজকেরা এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এ রকম একটি বিশ্বমানের আয়োজন প্রথমবারের মতো লাস ভেগাসে করতে পেরে আমরা রোমাঞ্চিত।’
এর আগে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছিল, ৩১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসে এই আয়োজন করা বেশ কঠিন। শুধু গ্র্যামিই নয়, বেশ কয়েকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানও বাতিল ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে আছে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস, প্রডিউসারস গিল্ড অ্যাওয়ার্ডস। এ ছাড়া সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল অনলাইনে আয়োজনের ঘোষণা দিয়েছে।
যদিও বছরের অন্যতম জমকালো আসর অস্কার আয়োজন এখনো ২৭ মার্চেই হচ্ছে। এবারের আসরে ১১টি মনোনয়ন পেয়ে সবার শীর্ষে আছেন জ্যাজ কিবোর্ডিস্ট জন বেটিস। মনোনয়নের তালিকায় তাঁর ইলেকট্রিক একক অ্যালবাম ‘উই আর’ এবং পিক্সার প্রযোজিত ছবি ‘সোল’-এর সংগীতও আছে।
জাস্টিন বিবার, ডোজা ক্যাট ও হার আটটি করে মনোনয়ন পেয়েছেন। বিলি আইলিশ ও অলিভিয়া রদ্রিগো পেয়েছেন সাতটি করে মনোনয়ন।