‘বাজে স্বভাব’–এর রেহান এবার তিন গান নিয়ে

রেহান রাসুল
ছবি: সংগৃহীত

প্রথম গান ‘বাজে স্বভাব’ দিয়ে বাজিমাত করেন তরুণ গায়ক রেহান রসুল। মাত্র চার বছরে গানটি প্রায় চার কোটি ভিউ অতিক্রম করেছে। আর চলচ্চিত্রে প্রথম গান ‘রূপকথার জগতে’ গেয়ে আরও প্রশংসিত হন। চরকি প্রযোজিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের এই গান তাঁর সংগীতজীবনে অন্য মাত্রা এনে দিয়েছে। এখন নাটক আর চলচ্চিত্রের গানেও নিয়মিত হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে তাঁর গাওয়া তিনটি নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে। এক ঈদে তিন গান প্রকাশিত হচ্ছে জেনে ভীষণ উচ্ছ্বসিত রেহান।

রেহান রাসুল
ছবি : প্রথম আলো

রেহান জানালেন, খৈয়াম সানু সন্ধির লেখা, সুর ও সংগীতে ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’–এ থাকছে ‘কথা ছিল’ শিরোনামের একটি গান। ‘চরকি অরিজিনালস’–এর এ সিরিজের পরিচালক শিহাব শাহিন। ‘তোমাকে না পেতে পেতে’ শিরোনামে আরেকটি গান গেয়েছেন, যেটির কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন সাজিদ সরকার। গানটিতে রেহানের সহশিল্পী ফারনাজ আলম। মিজানুর আরিয়ানের ‘ব্যবধান’ নাটকে গানটি ব্যবহৃত হবে। আভ্রাল সাহিরের কথা, সুর ও সংগীতে ‘প্রেমময়’ নাটকেও থাকছে একটি গান। এই গানে সহশিল্পী অবন্তী সিঁথি।

রেহান রসূল

রেহান বললেন, ‘ভালো কথা ও ভালো সুরের কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। মাঝে কিছুটা সময় গান নিয়ে অতটা সিরিয়াসলি ভাবিনি। কিছুদিন ধরে আবার সিরিয়াসলি ভাবছি। নিয়মিত কাজ করতে চাই। দেশের গুণী সব সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করে শিখতেও চাই। এ ঈদে যে তিনটি গান প্রকাশিত হতে যাচ্ছে, শ্রোতাদের ভালো লাগবেই। চমৎকার সব কথা ও দারুণ সুরের এসব গান গাইতে পারাটাও আমার জন্য ভীষণ ভালো লাগার।’

কথায় কথায় রেহান এ–ও বললেন, ‘আমি এখন নিয়মিত প্র্যাকটিস করছি। এবারের ঈদে টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠান নিয়েও কথা হচ্ছে। সামনের দিনে এদিকটায়ও নজর দিতে চাই।’