জনপ্রিয় বিভাগে যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ফিরে এল মেরিল–প্রথম আলো পুরস্কার। বিজয়ীদের নাম চূড়ান্ত করার পরও বৈশ্বিক বিপর্যয়ের কারণে যথাসময়ে অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। তবে শিগগিরই মেরিল–প্রথম আলো পুরস্কার–২০১৯ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

শিগগিরই মেরিল–প্রথম আলো পুরস্কার–২০১৯ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে
সেরা গায়ক ২০১৯

যাঁরা পেয়েছেন চূড়ান্ত মনোনয়ন:

জনপ্রিয় বিভাগ

সেরা গায়ক
আসিফ আকবর, ‘শীতলপাটি’, নোলক
ইমরান, ‘তুই কি আমার হবি রে’, বিশ্বসুন্দরী
প্রীতম হাসান, ‘খোকা’
হৃদয় খান, ‘লক্ষ্মীসোনা’, যদি একদিন

সেরা গায়িকা ২০১৯

সেরা গায়িকা
কনা, ‘তুই কি আমার হবি রে’, বিশ্বসুন্দরী
কোনাল, ‘আগুন লাগাইল’, পাসওয়ার্ড
জেফার রহমান, ‘হারব না’, ন ডরাই
ন্যান্সি, ‘যারে দেখে মন’, অবতার

সেরা নবীন অভিনয়শিল্পী ২০১৯

সেরা নবীন অভিনয়শিল্পী
অর্চিতা স্পর্শিয়া, আবার বসন্ত
ওয়াসিম সিতার, ন ডরাই
খালেদ হোসেন সুজন, বেপরোয়া
সুনেরাহ বিনতে কামাল, ন ডরাই

সেরা টিভি অভিনেতা ২০১৯

সেরা টিভি অভিনেতা
অপূর্ব, বাইশে এপ্রিল
আফরান নিশো, শেষটা সুন্দর
তৌসিফ মাহবুব, উবার
মোশাররফ করিম, যমজ ১২

সেরা টিভি অভিনেত্রী ২০১৯

সেরা টিভি অভিনেত্রী
তানজিন তিশা, শিশির বিন্দু
মেহ্জাবীন চৌধুরী, শেষটা সুন্দর
সাফা কবির, আগুন্তুক
সাবিলা নুর, উবার

সেরা চলচ্চিত্র অভিনেতা ২০১৯

সেরা চলচ্চিত্র অভিনেতা
আরিফিন শুভ, সাপলুডু
তাহসান খান, যদি একদিন
শাকিব খান, পাসওয়ার্ড
সিয়াম আহমেদ, ফাগুন হাওয়ায়

সেরা চলচ্চিত্র অভিনেত্রী ২০১৯

সেরা চলচ্চিত্র অভিনেত্রী
তিশা, মায়াবতী
পরীমনি, আমার প্রেম আমার প্রিয়া
বিদ্যা সিনহা মিম, সাপলুডু
শবনম বুবলী, পাসওয়ার্ড