ফেসবুকে একবার এক তরুণীকে পাওয়া গেল, যে সমাজের আহ্লাদী মেয়েদের ভঙ্গি নকল করে ভিডিও তৈরি করেন। পাশের বাসার ভাবি, ঢঙ্গি বান্ধবী, বড়লোকের রাশভারী স্ত্রী, রূপের অহংকারে টইটম্বুর নারীদের চরিত্র উঠে আসতে দেখা যেত তাঁর ভিডিওতে। সেই ইউটিউবার রাবা খান এখন গান করছেন। ইউটিউবে নিজের চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’–এ নতুন গান অবমুক্ত করেছেন তিনি।
কী বিচিত্রই না তাঁর অন্যকে নকল করার ভঙ্গি! হবু বরের রসবোধ নেই বলে হুট করেই বিয়ে ভেঙে দিতে চায়। এ রকম এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি একটা লেহেঙ্গা পরেছিলাম। আমাকে পরির মতো লাগছিল। ভাবলাম হবু বরকে একটা ছবি পাঠাই, দেখি কী বলে। আমি একটা ছবি পাঠালাম, সে একটা থামস আপ পাঠাল! এ বিয়ে আমি করব না।’
‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’-এ এ রকম মজার সব ভিডিও পোস্ট করেন রাবা। চ্যানেলটি অনুসরণ করে ২ লাখ ৮১ হাজার লোক। এসবের স্বীকৃতিও পেয়েছিলেন রাবা। ২০২০ সালে ফোর্বসের এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারীর (চেঞ্জমেকার) তালিকায় উঠে এসেছিল তাঁর নাম। ফোবর্সের প্রতিবেদনে বলা হয়েছিল, রাবা খান সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও অনলাইনে প্রকাশ করে পরিচিতি পেয়েছেন। কথা ছিল বেশ কয়েকটি দেশে গিয়ে মানুষকে অনুপ্রাণিত করবেন তিনি। কিন্তু শুরু হয়ে গেল মহামারি! মানুষের মতো অপেক্ষার ঘরে ঢুকে গেল ‘থার্টি আন্ডার থার্টি’র প্রকল্প।
সাত বছর আগে নিজের প্রথম ভিডিওটি আপলোড করেন রাবা। প্রথমে ইউটিউব, পরে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে। শৈশব থেকেই নাচ, গান, অভিনয় করতেন তিনি। যখন হাতে মুঠোফোন এল, সেটা দিয়ে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করা শুরু করেন। তিনি বলেন, ‘ইউটিউবে যখন চ্যানেলটা খুললাম, ইচ্ছে ছিল কেবল ফানি ভিডিও নয়, নানা রকম ভিডিও দেব। কিন্তু তখন নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি, এখন দিচ্ছি। আর এখন এটাই আমার প্যাশন ও পেশায় পরিণত হয়েছে।’
তবে ঘরবন্দী মানুষকে দুদণ্ড শান্তি দিতে সম্প্রতি কণ্ঠে তুলে নিয়েছেন গান রাবা। ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ করেছেন আরাফাত মহসিনের সঙ্গে নিজের গাওয়া দুটি নতুন গান ‘দমকা হাওয়া’ ও ‘মহারানি’র লিরিক ভিডিও। পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে চান তিনি। প্রকাশের অপেক্ষায় রয়েছে সেই অ্যালবামের আরও কয়েকটি গান।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মূলধারায় কাজ প্রসঙ্গে বলেন, ‘চার বছর দুটি রেডিও শো করেছি। টেলিভিশনে একটি নাটকও করেছিলাম। পরে আর আগ্রহ হয়নি। শুটিংয়ের প্রক্রিয়াটা অনেক সময়সাপেক্ষ। তবে আমি চিত্রনাট্য লিখতে চাই। একটি সিনেমার জন্য লিখেছিলামও। সেগুলোর কাজ এগোয়নি।’