এল হৃদয় ও ইমরানের নতুন গান
হৃদয় খান ও ইমরান মাহমুদুল। সমকালীন তরুণ গায়ক। গায়কিতে দুজনেরই যেমন স্বকীয়তা আছে, তেমনি আলাদা শ্রোতাশ্রেণিও আছে। দুই শিল্পীর জন্য দুটি বিশেষ দিন গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার। এ দুই দিন প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান। শুধু তা–ই নয়, কাছাকাছি সময়ে শিল্পীদ্বয়ের বেশ কিছু গান প্রকাশ হয়েছে। সদ্য করোনামুক্ত হয়ে হৃদয় খান আপাতত বাড়িতেই থাকছেন। অন্যদিকে ইমরান প্রায় প্রতিদিন স্টেজ শো করছেন।
এর আগে গত বছর হৃদয় খানের ‘ভালোবাসা কি’ গানের সংগীতচিত্র মুক্তি পেয়েছিল। এবার এল নতুন গান। ‘আলতো ছোঁয়া’ শিরোনামের এ গানের অফিশিয়াল মিউজিক ভিডিও গতকাল রাতে হৃদয় খান ইউটিউবে প্রকাশিত হয়েছে। পাশাপাশি গ্লোবালি বিভিন্ন অ্যাপ, স্ট্রিমিং প্ল্যাটফর্মেও মিলছে এ গান।
এবার নতুন অভিজ্ঞতা হৃদয় খানের। নিজস্ব ধারা থেকে বেরিয়ে ভিন্নভাবে করেছেন গানটি। তরুণ এই শিল্পী বলেন, ‘কাজটি আমার জন্য বেশ মজার। শুধু মুখটায় লিরিক আছে। বাকি অংশ পুরোটাই ইনস্ট্রুমেন্টাল। কোনো অন্তরা নেই। ইনস্ট্রুমেন্টালটিতে আমার সব যন্ত্রপাতি বাজিয়েছি। এটি আমার জন্য একটা পরীক্ষামূলক কাজ।’
হঠাৎই এভাবে গানটি করলেন কেন? জানতে চাইলে হৃদয় খান বলেন, ‘মাঝে আমার করোনা হয়েছিল। ওই সময় আমি একা একা থাকতাম। তখন এ ধরনের ভিন্ন একটি কাজ মাথায় আসে। করেও ফেললাম। এখন দেখা যাক কী হয়।’ গানটি লিখেছেন আরিফ মোতাহার। গানটির সুর-সংগীত, ভিডিও ও সম্পাদনা হৃদয় খান নিজেই করেছেন। এই সংগীত তারকা বলেন, ‘আমার নিজের স্টুডিওতে বসে বসে নিজে ক্যামেরা সেট করে ভিডিও করেছি। আমার নতুন স্টুডিওতে ধারণ করা হয়েছে এটি। গানে স্টুডিওর পুরোটাই দেখা যাবে। নতুন স্টুডিওর নতুন সব যন্ত্রপাতি ব্যবহার করেছি গানটিতে।’ আরও বেশ কিছু গান করা আছে। তবে এখনো গানগুলোর ভিডিও করা হয়নি। আগামী মাসে একটি নতুন গানের ভিডিও করবেন বলে জানালেন হৃদয় খান।
ইমরান মাহমুদুলের ‘তোকে রাখব খুব আদরে’ শিরোনামের নতুন একটি গান বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এটি সিনেমার গান। স্নেহাশিস ঘোষের লেখা গানটির সুর-সংগীতও ইমরানের। ইমরানের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা। গানটি সম্পর্কে ইমরান বলেন, ‘এই গান প্রায় দুই বছর আগে করা। পরে দিন: দ্য ডে ছবিতে ব্যবহার করা হয়েছে গানটি।’ এই সংগীত তারকা বলেন, ‘এটি আমার পছন্দের একটি গান। খুবই রোমান্টিক গান এটি। গানটির ভিডিওর দৃশ্যায়ন দুর্দান্ত হয়েছে। একবার যিনি শুনবেন, তাঁর কানে বাজবে গানটি।’
ইমরানের আরও কয়েকটি গান তৈরি আছে। এর মধ্যে ১০ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হবে তাঁর একক গান ‘কে রাখে আমারে’।
গানটির কথা ও সুর জিসান খানের। ইমরান বলেন, ‘জিসানের সুরে ডামি শুনেই গানটি পছন্দ হয়েছিল। দেখলাম, একটু অন্য রকমের গান এটি। পুরো স্যাড। গেয়ে ফেললাম।’ সপ্তাহখানেক আগে ‘ও মন’ শিরোনামে ইমরানের গাওয়া মুখোশ সিনেমার একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি ইমরানের ‘মনের ঘর’ গানটির মিউজিক ভিডিও সিডি চয়েজ থেকে প্রকাশিত হয়েছে।
গান প্রকাশের পাশাপাশি হৃদয় খান ও ইমরান মাহমুদুল—দুজনই মঞ্চের ব্যস্ত সংগীত তারকা। করোনার বিস্তার কমে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো বেড়েছে। বেড়েছে শিল্পীদের ব্যস্ততাও।
গত মাসের শেষের দিকে করোনামুক্ত হয়েছেন হৃদয় খান। এ কারণে এখনো স্টেজ শো শুরু করেননি তিনি। বলেন, ‘সবে করোনা থেকে সেরে উঠলাম। শরীরটা এখনো দুর্বল আছে। শো আসছে কিন্তু আরেকটু সময় নিচ্ছি। ভাবছি, চলতি মাসের মাঝামাঝি থেকেই স্টেজ শো শুরু করতে পারব।’ অন্যদিকে ইমরান জানালেন, প্রতি সপ্তাহে এক-দুটি করে স্টেজ শো করছেন তিনি। এ অবস্থা চলতে থাকলে বা সামনে করোনার প্রকোপ আরও কমে এলে শোর সংখ্যা বাড়বে।’ দুই শিল্পীই জানালেন, নতুন গান আসায় খুশি তাঁরা।