কনসার্টে অংশ নিতে চিরকুট ব্যান্ডের সদস্যরা এখন আছেন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে তাঁরা উঠেছেন একটি পাঁচতারা হোটেলে। আজ বৃহস্পতিবার সকালে দলটির অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমী নাশতার টেবিলের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন। তাতে বোঝা গেল, চিরকুট যতবারই ঢাকার বাইরে গান গাইতে গেছে, কোনোবারই সব সদস্য একসঙ্গে বসে নাশতা করতে পারেনি। সেই বিষয় মজার ছলে লিখেছেন এভাবে, ‘আমরা আর কবে এক হব, বলতে পারেন? আমরা আর এক হতে পারলাম না! দীর্ঘ ২২ বছরের কনসার্ট জীবনে নাশতার টেবিলে আমরা কোনো দিন এক হতে পারলাম না। আর পারব কি না, তা-ও জানি না। বলতে পারেন, এ দায় কার বা কাদের! আজ সকালে যখন আমাদের পৃথিবী গভীর ঘুমে; পাষাণ হৃদয় রায়হান ইসলাম শুভ্র আর ইসমামুল ফরহাদ এলিন আমাদের ছেড়েই সকাল সাতটায় কাজটা সেরে ফেলল। আমি, নিরব, পাভেল, দিব্য, রানা সময়ের ব্যবধানে নাশতার টেবিলে কোনোমতে এক হলেও জাইভসের ঘুম ভাঙল না। জীবন ছোট। সময় বয়ে যায়। মহাকালের চির দূরত্বের—পৃথিবীতে নাশতার টেবিলে আমরা আর কবে এক হব; বলতে পারেন? ইতিহাস আমাদের ক্ষমা করো!