‘ভাইরাল মাসুদ’–এর পর ‘ফাঁদের প্রেমে’
অভিনয়ে একটা সময় নিয়মিত ছিলেন লাক্স তারকা সিফাত-ই তাহসিন। তারপর অনেক দিন হয় স্বামী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন এই তারকা। গতকাল জানা গেল, ‘ফাঁদের প্রেমে’ নাটক দিয়ে আবার অভিনয়ে ফিরেছেন তিনি। নিউইয়র্কের বিভিন্ন স্থানে নাটকটির শুটিং হয়েছে। ‘ফাঁদের প্রেমে’ নামে নাটকটির পরিচালক তানভীর তারেক। রোমান্টিক থ্রিলার নাটকটি অভিবাসী বাংলাদেশিদের প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হয়েছে।
২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পরিচিত পান সিফাত-ই তাহসিন। এরপর নিয়মিত কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। ২০১৮ সালে তানভীরকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তাহসিন। এরপর স্বামী–সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তাই আর অভিনয়ে মনোযোগী হননি। ২০১৯ সালে তাহসিন সর্বশেষ নাটকে অভিনয় করেছেন। ‘ভাইরাল মাসুদ’ নামে সেই নাটকে তাহসিন অভিনয় করেন মোশাররফ করিমের বিপরীতে।
নিউইয়র্ক থেকে তাহসিন প্রথম আলোকে বলেন, ‘চমৎকার একটা গল্প। নাটকের পরিচালক তানভীর ভাইয়ের সঙ্গে প্রথম কাজ। শুটিংয়ে তিনি এতটাই কমফোর্ট দিয়েছেন, বুঝতেই পারিনি অনেক বছর পর শুটিংয়ে ফিরলাম। আমারও অনেক দিন পর কাজ করে বেশ ভালো লেগেছে।’
‘ফাঁদের প্রেমে’ নাটক প্রসঙ্গে পরিচালক তানভীর তারেক বলেন,‘যেহেতু দীর্ঘদিন গল্প-গদ্য লিখি, তাই নাটককে আমি মনে করি তার দৃশ্যবর্ণনা। দেড় যুগের বেশি সময় আগে আমি জয়ন্ত চট্টোপাধ্যায়, অপূর্ব, নাদিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছিলাম। কাকতালীয়ভাবে সেটিও ছিল ভালোবাসা দিবসেরই নাটক। এবারও নিজের লেখা ভালোবাসা দিবসের নাটক নিয়েই দর্শকের সামনে হাজির হচ্ছি। আশা করি, দর্শকেরা নাটকের গল্পে একধরনের নতুনত্ব পাবেন।’ পরিচালক জানান, ‘ফাঁদের প্রেমে’ নাটকে একটি রোমান্টিক গান থাকছে, যার কথা, সুর ও কণ্ঠ তানভীর তারেকের। গানটির সংগীত পরিচালনায় আছেন অভিজিৎ জিতু।
যুক্তরাষ্ট্র-কানাডাভিত্তিক চ্যানেল এটিভি ইউএসএর ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে ১৪ ফেব্রুয়ারি ‘ফাঁদের প্রেমে’ প্রচারিত হবে। এতে আরও অভিনয় করেছেন সাঈদ বাবু, আকাশ রহমান, আনোয়ার হোসেন, শাহ আলম দুলাল, রুমা আলম প্রমুখ।