আলো ছড়ালেন ১০ তরুণ

২০২৪ সালে বিনোদন–দুনিয়ায় আলো ছড়িয়েছেন, এমন ১০ তরুণ শিল্পী, অভিনেতা, নির্মাতা, নেপথ্য কর্মীকে নিয়ে প্রতিবেদন।

২০২৪ সালে বিনোদন–দুনিয়ায় আলো ছড়িয়েছেন তাঁরাকোলাজ

এক গানেই দেশজুড়ে পরিচিতি পেয়েছেন পারশা মাহজাবীন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে ‘চলো ভুলে যাই’ গেয়ে রীতিমতো তারকাখ্যাতি পেয়েছেন এই তরুণ গায়িকা। একের পর এক শো করছেন এখন। গানের বাইরে অভিনয়েও তাঁকে দেখা গেছে।

পারশা মাহজাবীন
শিল্পীর সৌজন্যে

ডিসেম্বরে চরকির ‘ঘুমপরী’ নামে একটি ওয়েব সিনেমায় কাজ করেছেন পারশা।

র‍্যাপার সেজান
প্রথম আলো

ছাত্র-জনতার অভ্যুত্থান র‍্যাপার সেজানের পুনর্জন্ম দিয়েছে। আন্দোলনের সময় ‘কথা ক’র জন্য তাঁকে আত্মগোপনে যেতে হয়েছিল। ৫ আগস্ট সরকার পতনের পর ‘ইকোস অব রেভল্যুশন’সহ বেশির ভাগ কনসার্টেই গান পরিবেশন করেছেন সেজান। আলোচিত দুই গানের পাশাপাশি নতুন-পুরোনো গানে ব্যস্ত সময় কাটছে তাঁর।

ছয় সদস্যের কাকতালে রয়েছেন অন্তু, নাজেম আনোয়ার, অ্যালেক্স জোভেন, ঋদ্ধ, অন্তর ও ম্যানেজার জাভেদ
কাকতালের সৌজন্যে

তরুণদের মধ্যে জনপ্রিয়তা বেড়েছে আলোচিত ব্যান্ড কাকতালের। আন্দোলনের মধ্যে ব্যান্ডের ‘রক্ত গরম মাথা ঠান্ডা’ গানটি আলোচিত হয়েছে। আন্দোলনের পর ‘ওই মা তোর পোলা মরে নাই’ গানটিও কনসার্টে পরিবেশনের পর সাড়া ফেলেছে। ব্যান্ডটির বয়স মোটে তিন বছর, এরই মধ্যে ‘আবার দেখা হবে’, ‘গোলোকধাঁধা’, ‘সোডিয়াম’-এর মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের নজর কেড়েছে কাকতাল।

আরও পড়ুন
নিদ্রা নেহা
শিল্পীর সৌজন্যে
আরও পড়ুন

টেলিভিশন, ওটিটি, বড় পর্দা

ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শরতের জবা’-তে অভিনয় করে পরিচিতি পেয়েছেন নিদ্রা নেহা। এ বছর ‘প্রেম ও ছলনার গল্প’ দিয়ে নাটকেও তাঁর অভিষেক ঘটেছে।

প্রান্তর দস্তিদার
শিল্পীর সৌজন্যে

মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’, ভিকি জাহেদের ‘তিথিডোর’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন প্রান্তর দস্তিদার। নিদ্রার সঙ্গে জুটি বেঁধে গত বছর করেছেন আন্তঃনগর সিরিজ। অভিনয়ের সূত্রে পরিচয়, পরে বিয়েও সেরেছেন প্রান্তর ও নিদ্রা।

নওবা তাহিয়া
শিল্পীর সৌজন্যে

হালের সম্ভাবনাময় শিল্পীদের মধ্যে নওবা তাহিয়াকে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। এর মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘শুধু তুমি’সহ বেশ কয়েকটি আলোচিত নাটকও রয়েছে।

আরও পড়ুন
রেহান
শিল্পীর সৌজন্যে

এ বছরই অভিনয়ে অভিষেক ঘটেছে মডেল রেহানের। নির্মাতা ভিকি জাহেদের সিরিজ ‘আরারাত’-এ দেখা গেছে তাঁকে। নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। দুটি কাজই দর্শকমহলে সাড়া ফেলেছে।

আরও পড়ুন
কারিনা কায়সার
চরকির সৌজন্যে

তরুণ নির্মাতা রেজাউর রহমানের ‘৩৬-২৪-৩৬’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য দলেও ছিলেন তিনি। এত দিন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুন
নির্মাতা শঙ্খ দাশগুপ্ত
ফেসবুক থেকে

এ বছরের শেষ ভাগে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয় মালতী’ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। এটিই তাঁর প্রথম চলচ্চিত্র। এর আগে বলি, গুটির মতো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি নিয়মিত বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটক নির্মাণ করেন।

কস্টিউম ডিজাইনার ফারজানা সান
ফেসবুক থেকে

এ বছর মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমায় কস্টিউম ডিজাইন করেছেন কস্টিউম ডিজাইনার ফারজানা সান। ছবিটি তাঁকে আলাদাভাবে পরিচিত দিয়েছে। এর আগে ‘মহানগর’, ‘মহানগর ২’, ‘কারাগার’, ‘কারাগার ২’, ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’-এর মতো আলোচিত সিরিজের কস্টিউডম ডিজাইন করেছেন সান।

শাহজাহান সম্রাট
শিল্পীর সৌজন্যে

প্রায় এক দশক ধরে অভিনয় করছেন শাহজাহান সম্রাট। পায়ের তলায় মাটি খুঁজছিলেন তিনি। ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের ‘রাজ্জাক’ চরিত্রটি তাঁকে সেটা দিয়েছে। ক্যারিয়ারজুড়ে ‘লাল মোরগের ঝুঁটি’, ‘বোধ’, ‘সদরঘাটের টাইগার’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট।