শহরের নতুন জুটি...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
সোনালি যুগের নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। অভিনয়, রাজনীতিসহ জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলেছেন ফিল্ম আর্কাইভে। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘চলছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জীবনীসংক্রান্ত কথামালা।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
প্রথমবার নাটকে তৌসিফ মাহবুব ও পড়শী। রোমান্টিক গল্পের নাটকটি প্রচার হবে ভালোবাসা দিবসে। নাটকের রোমান্টিক দৃশ্যে ছবি পোস্ট করে তৌসিফ লিখলেন, ‘শহরের নতুন জুটি।’ তাঁরা কে এম সোহাগ রানার ‘মনেরই রঙে রাঙিয়ে’ নামের নাটকে অভিনয় করেছেন।
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
মন্দিরা চক্রবর্তীর গত বছর ‘কাজল রেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। বর্তমানে সিনেমায় কাজ না থাকলেও নিয়মিত ফেসবুক ছবি পোস্ট করেন। তিনি লিখেছেন, ‘আধো আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে, আজ মন ভোলাতে হবে বলো কার? কারও নয় শুধু যে আমার।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
যেকোনো নাটক প্রচারিত হলে পরিবারের সঙ্গে দেখার অভ্যাস অভিনেতা শামীম হাসান সরকারের। পরে পরিবারের মানুষদের কাছ থেকে নাটক সম্পর্কে মতামত নেন। সম্প্রতি প্রচার হয়েছে নাটক ‘নিমন্ত্রণ’। সেই নাটক নিয়ে কী বলেছেন শামীম হাসানের মা-বাবা। শামীম লিখেছেন, ‘নাটকটি দেখে আমার মা-বাবা অনেক পছন্দ করেছেন। নাটকের প্রশংসা করেছেন। আপনারাও দেখতে পারেন।’ নাটকে তাঁর সহশিল্পী তানিয়া বৃষ্টি।
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
অভিনেতা নিলয় আলমগীর বরাবরই নাটকের ভিউতে আলোচনায় শীর্ষে থাকেন। নতুন নাটকের প্রচারণায় লিখেছেন, ‘আজ দুপুর ৩টায় আসছে “আই হেইট ম্যারিড লাইফ” নাটকের প্রোমো। নাটকটি দেখতে চোখ রাখুন এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।’ এটি নিলয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল।
ছবি: ফেসবুক থেকে