৮৩ কোটি ছাড়িয়েছে ‘পাসুরি’

গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়েছেন আলী শেঠি ও শে গিলফেসবুক থেকে

কোক স্টুডিও পাকিস্তানের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে ‘পাসুরি’। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি গানটি মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ, ভারতসহ বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল গানটি।

কোক স্টুডিও পাকিস্তানের ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে ‘পাসুরি’। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি গানটি মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ, ভারতসহ বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল গানটি।
প্রকাশের তিন বছরের ব্যবধানে ইউটিউবে ৮৩ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে গানটি। গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়েছেন আলী শেঠি ও শে গিল।

পাঞ্জাবি ও উর্দু ভাষার সংমিশ্রণে ‘পাসুরি’ গানটি লিখেছেন আলী শেঠি ও ফজল আব্বাস। সুরারোপও করেন আলী, সঙ্গে ছিলেন জুলফি। সংগীত আয়োজন করেন আব্দুল্লাহ সিদ্দিকি ও শেরি খাতাক।

গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়েছেন আলী শেঠি ও শে গিল
ফেসবুক থেকে

কোক স্টুডিও পাকিস্তানের ইউটিউব চ্যানেলে শীর্ষ পাঁচ গানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘আফরিন আফরিন’। নুসরাত ফতেহ আলী খানের ভাইপো রাহাত ফতেহ আলী খানের সঙ্গে ‘আফরিন আফরিন’ গানে কণ্ঠ দেন নিউইয়র্কে বসবাসরত পাকিস্তানি গায়িকা মমিনা মুস্তেহশান।

আট বছরের ব্যবধানে গানটি ৫৬ কোটির বেশিবার শোনা হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে আতিফ আসলামের ‘তাজদির–ই–হারামি’।

আরও পড়ুন