ঋতুপর্ণাকে শুভকামনা জানানো এই কোরীয় ইউটিউবার কে

কোরিয়ার পরিচিত মুখ দাউদ কিম। তরুণ ইউটিউবার হিসেবে তিনি জনপ্রিয়। হঠাৎ দেখা যায়, তাঁর ফেসবুকে বাংলাদেশের নারী ফুটবলার দলের আলোচিত খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার ট্রফিসহ ছবি। কোরিয়ার কিম–ভক্তরাও পোস্টটিতে অভিনন্দন জানাচ্ছেন ঋতুপর্ণাকে। সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়নদের শুভকামনা জানানো কে এই দাউদ কিম?
১ / ৫
দাউদ কিম দক্ষিণ কোরিয়ার গায়ক ও অভিনয়শিল্পী। তিনি জে নামেই দক্ষিণ কোরিয়ায় পরিচিতি। দক্ষিণ কোরিয়াতেই থাকেন।
ছবি: ফেসবুক
২ / ৫
২০০২ সালে অল্প বয়সেই তিনি টেলিভিশনে গান করে আলোচনায় আসেন। দুই বছর পরে তিনি রক ব্যান্ডে নাম লেখান। ২০০৪ সালে প্রথম একক গান রেকর্ডিং করেন।
ছবি: ফেসবুক
৩ / ৫
৩২ বছর বয়সী এই ইউটিউবারের আসল নাম ছিল কিম কিয়ুন-উ। তিনি ইসলামধর্ম গ্রহণের পরে নাম বদলে রাখেন দাউদ কিম।
ছবি: ফেসবুক
৪ / ৫
কোরিয়ান টিভি সিরিজ ‘রোমান্স জিরো’ দিয়ে অভিনয়ে নাম লেখান। এ ছাড়া গায়কির পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচিত। তরুণ ইউটিউবাররা হিসেবে তিনি এখন বেশি জনপ্রিয়।
ছবি: ফেসবুক
৫ / ৫
২০১৩ সাল থেকে দাউদ কিম ইউটিউবার হিসেবে নাম লেখান। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার ৬২ লাখ। ফেসবুকে অনুসারী ৪০ লাখ। উল্লেখ্য, এর আগে তিনি বাংলাদেশের বন্যা নিয়েও ফেসবুকে পোস্ট করেছিলেন। ছবি: ফেসবুক