শেষ হয়েছে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩-এর বিচারকাজ। জুরিবোর্ডের বিবেচনায় এবারের মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৩-এ ওয়েব সিরিজ বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন যাঁরা—
সেরা চিত্রনাট্যকার
আবদুল্লাহ আল মুক্তাদির, ‘মোবারকনামা’
আশফাক নিপুণ, ‘মহানগর ২’
জাহিন ফারুক আমিন, রবিউল আলম রবি ও শঙ্খ দাশগুপ্ত, ‘গুটি’
সেরা পরিচালক
আশফাক নিপুণ, ‘মহানগর ২’
রেজাউর রহমান, ‘ইন্টার্নশিপ’
শঙ্খ দাশগুপ্ত, ‘গুটি’
সেরা অভিনেতা
নাসির উদ্দিন খান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন
মোশাররফ করিম, ‘মোবারকনামা’
সৌম্য জ্যোতি, ‘ইন্টার্নশিপ’
সেরা অভিনেত্রী
আজমেরী হক বাঁধন, ‘গুটি’
রাফিয়াত রশিদ মিথিলা, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’
শাহনাজ সুমি, ‘মোবারকনামা’
নামগুলো বর্ণানুক্রমে সাজানো।