ক্লোজআপ কাছে আসার গল্প এবার সিনেমা

নাটক হিসেবে নয়, তিনটি চলচ্চিত্র নিয়ে এবার হাজির হচ্ছে ‘ক্লোজআপ কাছের আসার গল্প’
ছবি : সংগৃহীত

সত্যিকারের ভালোবাসা সব বাধা ও দ্বিধা পেরিয়ে ঠিকই নিজের গন্তব্য খুঁজে নেয়। কঠিন পথচলার সময় কিছু মানুষের প্রেরণা ভালোবাসার মানুষ দুটিকে একে–অপরের কাছে আসতে সাহায্য করে। ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ সিরিজের নাটকগুলোতে ভালোবাসার এমন সব গল্পই উপজীব্য হিসেবে থাকে। এবারও আসছে ভালোবাসার গল্প। তবে আর নাটক হিসেবে নয়, তিনটি চলচ্চিত্র নিয়ে এবার হাজির হচ্ছে ‘ক্লোজআপ কাছের আসার গল্প’।

গল্পের ধরন ছাড়াও আরও অনেক কিছুই বদলেছে এবার। প্রথমবারের মতো দর্শকের গল্পের পরিবর্তে পরিচালকের গল্পে চলচ্চিত্রগুলো নির্মিত হচ্ছে। অভিনয়েও থাকছে অনেক নতুন মুখ। তিনটি চলচ্চিত্র পরিচালনা করছেন অমিতাভ রেজা চৌধুরী, রাকা নোশিন নাওয়ার ও সাকিব ফাহাদ।

অমিতাভ রেজা চৌধুরী
ছবি: সংগৃহীত

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী ও তামিম মৃধা। রাকা নোশিন নাওয়ারের ছবিতে আছেন আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপ। তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত দত্ত অভিনয় করেছেন সাকিব ফাহাদের চলচ্চিত্রে। ‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ প্রচারণার থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড শূন্য। ফিল্মগুলোর গানের সুর ও সংগীতায়োজনে আছেন রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিওস। তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল।

‘ক্লোজআপ কাছে আসার গল্প’ –এর অভিনয়শিল্পীরা
ছবি : সংগৃহীত

‘ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প’ প্রচার হবে টিভি ও ক্লোজআপের ইউটিউব চ্যানেলে।
ভালোবাসা দিবস উপলক্ষে ১১ বছর ধরে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ প্রচারণাটি করে আসছে টুথপেস্ট ব্র্যান্ড ক্লোজআপ।

আরও পড়ুন