পরীমনি–রাজদের ‘গুণিন’ চলবে

‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে
সংগৃহীত

গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গুণিন’ সিনেমাটি। প্রথম সপ্তাহে দেশের প্রায় ১৫টি প্রেক্ষাগৃহে চলেছে ছবিটি। আজ শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ আটটি সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহের মতো ছবিটি চলবে। প্রেক্ষাগৃহের যাত্রা শেষ হলে ছবিটি পাওয়া যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।

চরকি অরিজিনাল ফিল্ম গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত গুনিন–এর সেটে বিয়ের একটি দৃশ্যে শরিফুল রাজ ও পরীমনি
ছবি: চরকির সৌজন্যে

গ্রামের ওঝা রজব আলী গুণিনকে নিয়ে এ ছবির কাহিনি। আধ্যাত্মিক ক্ষমতার কারণে গ্রামে বেশ প্রভাবশালী সে। তার আকস্মিক মৃত্যুর পর তিন নাতির মধ্যকার দ্বন্দ্ব এবং ত্রিভুজ প্রেমের সংকট নিয়ে ছবির গল্প এগিয়ে যাবে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুনিন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমার চিত্রনাট্য। নামভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গুণিন চরিত্রটা হাসান আজিজুল হকের লেখার কারণে অন্য রকম মাত্রা পেয়েছে। ওই লোকটার বয়স কত কেউ জানে না। কেউ বলে এক শ বছর। গল্পে সে জিন পালে। ঝাড়ফুঁক দেয়। তাকে মানুষ ভয় পায়। তার অপার্থিব কিছু ক্ষমতা আছে, মানুষ এমনটা মনে করে। প্রথমেই ওই বয়সটাকে ধরা খুব কঠিন ছিল।’

প্রেক্ষাগৃহে পরীমনি ও শরিফুল রাজ
ছবি: চরকির সৌজন্যে

‘গুণিন’ সিনেমার মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমনিকে। তাঁরা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ। এই সিনেমায় প্রথমবার একসঙ্গে শুটিং করতে গিয়েই রাজ-পরীর পরিচয়, তারপর প্রণয়, অতঃপর পরিণয়। তাই এই তারকা জুটির জন্য বিশেষ এই সিনেমা। ছবিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

গিয়াস উদ্দিন সেলিম

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘ছোটগল্প থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো ঝামেলার কাজ। গুণিন টিম ও চরকির সহযোগিতা ছিল বলে করতে সুবিধা হয়েছে। সিনেমায় যাঁরা অভিনয় করেছেন, প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সবার কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবেন যে সবাই খুব ডেডিকেটেড ছিলেন।’