কাঁদছ কেন? মেহ্জাবীনকে আফরান নিশো
ভিডিও ক্যামেরা পারসনের ভূমিকায় আফরান নিশো। তিনিই পরিচালকদের মতো বলেন, থ্রি-টু-ওয়ান-জিরো অ্যাকশন। তাঁর ক্যামেরার সামনে চোখ বন্ধ করে আছেন মেহ্জাবীন চৌধুরী। তারপর একটি চুল কাটার মেশিনের মতো কিছু একটা এগিয়ে যায় মেহ্জাবীনের ভ্রুর দিকে। ভয়ে মেহ্জাবীনের চোখ বন্ধ। ক্যামেরাম্যান ও পরিচালকের ভূমিকায় থাকা আফরান নিশো কাট না বললেও চিন্তিত কণ্ঠস্বরে বলেন, কাঁদছ কেন?
নিশোর মুখে এমন কথা শুনে নিজেকে সামলে নেন মেহ্জাবীন। মুখে হাসি ফোটান, তবে সেই হাসির মধ্য শঙ্কার চিহ্ন বোঝা যায়। আফরান নিশো বলেন, কেন কাঁদছ? ঠিক আছে বলে বড় একটি স্বস্তির নিশ্বাস নিলেন মেহ্জাবীন। নিশো বলেন, হ্যাঁ ঠিক আছে। তবে আগে তুমি দেখ আয়নায়? আয়নার কাছে গিয়ে মেহ্জাবীন কিছু সময় চোখের ভ্রুর দিকে তাকিয়ে থেকে বললেন, হ্যাঁ, ঠিক আছে। আরেকটু ক্লিন করতে হবে। নিশো আবারও বললেন কাঁদছ কেন? এবার মেহ্জাবীন কোনো কথা না বললেও হাসলেন।
সেদিন শুটিংয়ের সাজসজ্জা রুমে কী হয়েছিল? শুটিংয়ের জন্য নাকি ভ্রুর কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল মেহ্জাবীনকে। এটি নিয়ে শুটিংয়ের আগে থেকেই চিন্তিত ছিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘প্রথম থেকেই এটা নিয়ে আমার মধ্যে ভয় ছিল। পরের দিন থেকে শুটিং। একবার যদি আমাদের ভুল হয়ে যেত তাহলে সেটা শোধরানোর আর সময় পাব না। এক চান্সেই আমার পারফেক্ট হতে হবে। সে কারণেই ভয়টা ছিল, নার্ভাস ছিলাম। ঠিকমতো না হলে লুকটাই নষ্ট হয়ে যাবে। আমি পুরো ঝুঁকি নিয়েছিলাম। যেভাবে একজন নিলা খানের লুকটা ভাবা হয়েছিল, সেটাই আমরা পর্দায় ঠিকমতো তুলে ধরার চেষ্টা করেছি।’
জনপ্রিয় অভিনেত্রী মেহ্জাবীনের অভিষেক হলো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির রেডরাম ওয়েব ফিল্মের মাধ্যমে। সম্প্রতি প্রকাশ পেয়েছে রেডরামের ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটি। সেখানে প্রশংসা কুড়িয়েছেন তিনি। রোমান্টিক থ্রিলারধর্মী এই সিনেমায় নিলা চরিত্রে হাজির হচ্ছেন মেহ্জাবীন। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। মেহ্জাবীন বলেন, ‘ভ্রু কেটে ফেলার পর ডিসেম্বর ও জানুয়ারি এই সময়ে অন্য কোনো শুটিং করিনি। আমি লুকটা এই সময়ে প্রকাশ করতে চাইনি।’
জানা যায়, রোমান্টিক হলেও ‘রেডরাম’ হচ্ছে ওল্ড স্কুল থ্রিলারধর্মী কাজ, যেখানে দর্শকেরা সারাক্ষণ শুধু অপরাধীকে খুঁজবেন। এখানে দর্শক অনেক প্রশ্নের উত্তর খুঁজবেন, কিন্তু সিনেমা শেষ না হওয়া পর্যন্ত কিছুই মেলাতে পারবেন না। সব রহস্যের উত্তর মিলবে ১৭ ফেব্রুয়ারি রাত ৮টায়।