‘এটা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে’

ঊনলৌকিক সিরিজের দ্বিখণ্ডিত-এর জন্য ওয়েব সিরিজ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ইন্তেখাব দিনার
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

‘চরকির দ্বিখণ্ডিত আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এটা আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে’—পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কথাগুলো বলেন ছোট পর্দার গুণী অভিনেতা ইন্তেখাব দিনার। গতকাল শুক্রবার এই অভিনেতা দ্বিখণ্ডিত দিয়েই জয় করেছেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ঊনলৌকিক সিরিজের দ্বিখণ্ডিত-এর জন্য ওয়েব সিরিজ বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন।

ইন্তেখাব দিনারের স্বীকৃতি
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ইন্তেখাব দিনার বলেন, ‘যে কাজটির জন্য স্বীকৃতি পেলাম এটা আমার জন্য খুবই আনন্দের। এটা আমাকে ইন্সপায়ার করেছে। দ্বিখণ্ডিত কাজটি চরকিতে প্রচারের পর থেকেই অনেক সাড়া পাচ্ছিলাম। দর্শকেরা অনেকেই বলছিলেন নতুন এক ইন্তেখাব দিনারকে দেখছিলাম। সেরা কাজের স্বীকৃতি আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আর অবশ্যই চরকি, নির্মাতার ও টিমের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে কাজটির জন্য সিলেক্ট করার জন্য।’

পাঁচটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি হয়েছিল ওয়েব সিরিজ ‘ঊনলৌকিক’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পাঁচটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে তৈরি হয়েছিল ওয়েব সিরিজ ‘ঊনলৌকিক’। সিরিজের যাত্রা শুরু হয়েছিল সাইকোলজিক্যাল ড্রামা থ্রিলার ‘মরিবার হলো তার স্বাদ’ দিয়ে। সেটা শেষ হয় ভ্রম আর সত্যের গোলকধাঁধার গল্প দ্বিখণ্ডিত দিয়ে। কাজ করার সময় নিজেকে বদলে ফেলেছিলেন ইন্তেখাব দিনার। সময়টা ঘোরের মধ্যে কেটেছিল উল্লেখ করে দিনার বলেন, ‘অনেক দুর্বোধ্য একটা কাজ ছিল। কাজটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, দর্শক আমাকে গ্রহণ করবেন কি না। কাজ করার পর বুঝেছি কিছু একটা হবে। প্রচারের পর মনে হলো আমার ভাবনাটা ভুল ছিল। অবশেষে সেই কাজই আমাকে সম্মানিত করল।’

পুরস্কার নিচ্ছেন ইন্তেখাব দিনার
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

দ্বিখণ্ডিত গল্পের চরিত্রটি নিয়ে আগে থেকেই দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছিল ইন্তেখাব দিনারকে। শুটিংয়ের সময়ও তিনি নিজেকে সারাক্ষণ চরিত্রের মধ্যে রেখেছেন। চেষ্টা, কাজে সততা এবং ব্যাটে-বলে মিলেই যেন এই সফলতা। এর আগে কাজ নিয়ে সবার প্রশংসায় কৃতজ্ঞতা প্রকাশ করে দিনার বলেছিলেন, ‘আগে আমি কোনো কাজের জন্য এমন প্রশংসা পাইনি। এটা আমার অসম্ভব ভালো লাগছে। দর্শকদের ভালো লাগার জন্যই কাজ করি। কাজের জন্য কেউ প্রশংসা করলে কাজের জায়গায় দায়বদ্ধতা বেড়ে যায়।’

‘স্ন্যাক কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’—এ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির কনটেন্ট থেকে আটটি পুরস্কার এসেছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ ওয়েব সিরিজ, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীসহ কয়েকটি শাখায় দেওয়া হয়েছে এসব পুরস্কার।