একঝাঁক তারকা এক ঠিকানায়

অভিনেতা হিসেবে সুনাম আছে, এমন অনেকেই চরকিতে হাজির।কোলাজ

দুঁদে অভিনেতা আসাদুজ্জামান নূর থেকে শুরু করে হালের সাবিলা নূর। কে নেই? আলো ছড়িয়েছেন সবাই। চরকির ছাতার তলায় একত্র হয়েছেন বাংলাদেশের প্রায় অর্ধশত তারকা শিল্পী।

বাংলাদেশের জন্য ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখনো তুলনামূলক নতুন ধারণা। বড় পর্দা, ছোট পর্দার মতো করে স্ট্রিমিংকে কী নামে ডাকবেন? নয়া পর্দা? বড় পর্দার মাহিয়া মাহি, পূর্ণিমা, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী; ছোট পর্দার নুসরাত ইমরোজ তিশা, আফরান নিশো, ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, শবনম ফারিয়া—চেনা এসব তারকাই নিজেদের ভেঙেচুরে চরকিতে হাজির হয়েছেন নতুন করে।

বাংলাদেশের মঞ্চে দাপুটে অভিনেতা হিসেবে সুনাম আছে, এমন অনেকেই চরকিতে হাজির। আসাদুজ্জামান নূরের কথা তো আগেই বলা হলো। আরও আছেন গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মোস্তফা মন্ওয়ার, মনোজ প্রামাণিক, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানের মতো মঞ্চশিল্পীরা।
পশ্চিমবঙ্গের একটি নতুন চলচ্চিত্র মুক্তি পাবে চরকির পর্দায়। দর্শক সেই ছবিতে পাবেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, অনন্যা চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নামী অভিনয়শিল্পীদের।

আবার ফেসবুকে যাঁদের লাখো ফলোয়ার, বাদ পড়েনি হালের সেই সব ক্রেজরাও। আসলে চরকির কনটেন্ট নির্বাচনে যেমন মাথায় রাখা হয়েছে হালের ট্রেন্ড, স্টাইল আর ঘটনা, তেমনি শিল্পী নির্বাচনেও প্রাধান্য পেয়েছেন সম্ভাবনাময় ও আলোচিত তরুণেরা। কয়েকজনের নাম করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ অভিনয় করেছেন শরিফুল রাজ, নাজিফা তুষি, ইয়াশ রোহান, ফারিণ, অর্ষা, তাসনুভা তিশা, খায়রুল বাশার ও জোনায়েদ বোগদাদী
কোলাজ

শরিফুল রাজ, খায়রুল বাশার, ইয়াশ রোহান, নাজিফা তুষি, তাসনিয়া ফারিণ, জিয়াউল হক পলাশ, তাসনুভা তিশা, জোভান, জোনায়েদ বোগদাদী, নাজিবা বাশার, ফারহানা হামিদ, তামিম মৃধা প্রমুখ। ইউটিউব তারকা সালমান মুক্তাদির, ‘রাফসান দ্য ছোট ভাই’ খ্যাত ফুডব্লগার ইফতেখার রাফসানের মতো তরুণদেরও দেখা মিলবে এই প্ল্যাটফর্মে।

ভাবতে পারেন, সিনেমা, সিরিজ, নাটকের ভিড়ে গানের মানুষদের কি ভুলে গেল চরকি? না। মিউজিক্যাল অরিজিনাল নিয়ে চরকিতে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। অর্ণবের এই মিউজিক্যাল ফিল্মের নাম আধখানা ভালো ছেলে, আধা মস্তান। এতে অর্ণবের সুরে সুর মেলাবেন সুনিধি নায়েক, পান্থ কানাই, বুনো। অন্যদিকে গায়ক (নায়কও বটে) প্রীতম হাসানকে এই প্রথম পাওয়া যাবে ওয়েব ফিল্মে।

মরীচিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান ও আফরান নিশোর মতো তারকারা

গুগল যেমন ভূগোল মানে না, তেমনি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের দর্শকেরও নেই কোনো সীমানা। কেবল ইন্টারনেট সংযোগ থাকলেই বিশ্বের যেকোনো প্রান্তে বসে উপভোগ করা যাবে চরকির সব কনটেন্ট।
তারকাদের এই মিছিল নিয়ে যাত্রা তো কেবল শুরু। চমক আরও বাকি!