আফজাল হোসেনের প্রশংসা, অনুপ্রাণিত আশফাক নিপুন

পরিচালক হিসেবে আশফাক নিপুণ তাঁর মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দর্শকেরা তাঁর নির্মিত নাটক, টেলিছবি ও ওয়েব সিরিজে মুগ্ধতা প্রকাশ করেছেন। তাঁর কাজে দর্শক হিসেবে মুগ্ধ হচ্ছেন সর্বজন গ্রহণযোগ্য ও প্রশংসিত অভিনয়শিল্পীরাও। গত বছর ওয়েব সিরিজ ‘মহানগর’ বানিয়ে তিনি দর্শকের পাশাপাশি দৃষ্টি আকর্ষণ করেন ভারতের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের। এবার ‘সাবরিনা’ বানিয়েও দর্শকের দৃষ্টি আকর্ষণ তো করেছেনই, এমনকি আফজাল হোসেনের মতো অভিনেতা, চিত্রশিল্পী ও নির্মাতারও প্রশংসা পেয়েছেন। তরুণ পরিচালক আশফাক নিপুণ এটি তাঁর জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

আফজাল হোসেন ও আশফাক নিপুণ

জানা গেছে, ওয়েব সিরিজ ‘সাবরিনা’ দেখে আফজাল হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে ফোন করেন পরিচালক আশফাক নিপুণকে। তিনি এই নির্মাতার কাছে তাঁর ভালো লাগার কথা জানান। পরিচালকও আফজাল হোসেনের সেই ভালো লাগার অনুভূতি ফেসবুকে পোস্ট করেছেন। পোস্টের সূত্র ধরে কথা হলো আফজাল হোসেনের সঙ্গেও।

আফজাল হোসেন
ছবি : প্রথম আলো

আজ শুক্রবার বিকেলে যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি উত্তরায় শুটিংয়ে ব্যস্ত। এক ফাঁকে তিনি ওয়েব সিরিজ ‘সাবরিনা’ এবং–এর পরিচালক আশফাক নিপুণ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি, একটা গল্প ধীরেসুস্থে বললে দর্শক ক্লান্ত হয়, এ ক্ষেত্রে সেটা ঘটেনি। বরং আগ্রহ বেড়েছে। খুবই নিয়ন্ত্রিত একটা বিষয় মনে হয়েছে। কেন্দ্রীয় চরিত্রে মেহজাবীন অসাধারণ অভিনয় করেছে। অর্ষা তো নিয়মিত অভিনয় করে। সে যে ভালো অভিনয়ে কতটা সামর্থ্য, এ সিরিজে দেখেছি। ইন্তেখাব দিনারের যে চরিত্রটা লেখা হয়েছে, সেই চরিত্রটা অদ্ভুত সুন্দর। একেবারে হিউম্যান ক্যারেক্টার যেটা হওয়া উচিত, সেটাই হয়েছে। আমরা মন্দ লোক, ভালো লোক বানাই কিন্তু একটা মানুষ বানাই কম। এখানে ইন্তেখাব দিনারকে আমরা মানুষ হিসেবে দেখেছি। পরিচালকের বুদ্ধিমত্তা আছে। চরিত্রের সংকট সবচেয়ে কম উল্লেখ করে অনেক কিছু বুঝিয়েছে। সামাজিক প্রেক্ষাপট, মানুষের নানান ধরনের অসহায়ত্ব খুব চমৎকারভাবে তুলে ধরেছে। একটা গল্প শুধু শুরু হয়ে শেষ হয়নি, বহু কিছু নিয়ে এগিয়েছে। এই বহু কিছু নিয়ে এগোনোটা কঠিন। কঠিন মানে বিচ্ছিন্ন মনে হতে পারে। টুকরা টুকরা মনে হতে পারে। কিন্তু এক মনে হওয়া, এক মনে করানো এটা খুব ডিফিকাল্ট—যেটা পরিচালক সুন্দরভাবে করেছে। একটা গল্প ভালো লাগা আর প্রত্যেকের অভিনয় ভালো লাগা, দৃশ্যগুলো, দৃশ্যের ডিটেইলস, তারপর অতি নাটকীয়তা পরিহার করা, পুরো বিষয় আমার ভালো লেগেছে।’

ওয়েব সিরিজ ‘সাবরিনা’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী

আশফাক নিপুণ জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি যতগুলো কাজ করেছেন, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক কাজ হচ্ছে ‘সাবরিনা’। পরিচালকের এমন সাহসিকতার প্রসঙ্গ তুলতেই আফজাল হোসেন বলেন, ‘আমরা সমস্ত ক্রাইসিস এড়িয়ে ভালো গল্প বললাম, মানুষজন বাহবা দিল তাতে শিল্পের সামাজিক দায়বদ্ধতা কিন্তু সাইডলাইনে থাকে। একটা সমাজে বাস করবার পরে, যে সময়ের মধ্য দিয়ে গল্পটা অতিক্রম করেছে, সেই সময়ে যত রকম মানুষের সংকট আছে, সেগুলো উল্লেখ করতে যাওয়া এবং তার সঙ্গে রাজনৈতিক যে সম্পর্ক, তা–ও যেভাবে বেরিয়ে এসেছে, এটা ভালো। এবং এটা চাপিয়ে দেওয়া হয়নি, স্বাভাবিকভাবেই এসেছে। কোনোভাবেই আরোপিত মনে হয়নি, এটা কৃতিত্বের সঙ্গে পরিচালক করতে পেরেছে। পরিচালকের নানাবিধ কৃতিত্ব আছে। একটা গল্প সুন্দর করে বলা, সেই গল্পটা প্রতি মুহূর্তে নতুন নতুন বাঁক নিয়ে আকর্ষণীয় করা, প্রতিটি চরিত্রের সম্পূর্ণতা বা মুহূর্তগুলোর নির্মাণ— এগুলোর সবই খুবই আলাদাভাবে হয়েছে। আমার কাছে মনে হয়েছে, পরিচালককে ব্যক্তিগতভাবে না চিনলেও তাকে জানি যে সে খুব ইয়াং, সমস্ত কিছু খুবই পরিপক্বভাবে হ্যান্ডেল করেছে।’

আফজাল হোসেন
ছবি : প্রথম আলো

আফজাল হোসেনের মতো অভিনয়শিল্পী, চিত্রকর ও নির্মাতার কাছ থেকে ফোন পেয়ে অনুভূতি আকারে ফেসবুকে প্রকাশ করেছেন আশফাক নিপুণ। তিনি লিখেছেন, ‘কী অসম্ভব অদ্ভুত ভালো লাগা কাজ করে যখন ছোটবেলার নায়ক, প্রিয় শিল্পী, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন ফোন করে কী নিরহংকারভাবে আমার সিরিজ “সাবরিনা” নিয়ে তাঁর মুগ্ধতা প্রকাশ করেন! আফজাল ভাইয়ের সঙ্গে আমার সামনাসামনি কোনো দিন দেখা হয়নি। কথাও হয়নি। দূর থেকে মুগ্ধতা ছিল, ভেবেছিলাম দূরদূরান্তেই থেকে যাবেন অগোচরে। কিন্তু তাঁর একটা ফোন কল আর অসম্ভব বিনয়ের সঙ্গে ভালো লাগা প্রকাশ মনে হচ্ছে কেউ আমার ঘরে এক হাজার তারা একসঙ্গে জ্বালিয়ে দিয়েছে! এত বড় শিল্পী কিন্তু সাবরিনার কেন্দ্রীয় চরিত্র থেকে শুরু করে একদম স্বল্পদৈর্ঘ্যের চরিত্র নিয়ে তাঁর বিশ্লেষণ, দৃশ্য, দৃশ্যের বুনন, ডায়ালগ, আলোছায়ার খেলা, নীরবতার নৈর্ব্যক্তিকতা, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, কোথায় কোথায় তাঁর ভালো লেগেছে, কোথায় তিনি থমকে গেছেন—এসব নিয়ে তাঁর খুঁটিনাটি প্রত্যেকটা কথা, আমাকে কীভাবে আন্দোলিত করে যাচ্ছিল সেটা আমি জানি।’

আশফাক নিপুন
ছবি : সংগৃহীত

প্রথম আলোর সঙ্গে আজ বিকেলে যখন কথা হয়, তখন আশফাক নিপুণ বলেন, ‘আফজাল ভাই নিজে একজন গুণী শিল্পী। মেধা, জনপ্রিয়তা আর অভিজ্ঞতার বিচারে তাঁর মতো ক্রাফটসম্যানশিপ বোঝার লোক এখনো বিরল। সেই তিনি যখন আমার চিত্রনাট্য এবং পরিচালনার পরিমিতিবোধ নিয়ে প্রশংসা করছিলেন, অতি নাটকীয় কোনো কিছু না করেও তাঁকে কন্টেন্টের সামনে বসিয়ে রাখার কথা বলছিলেন, তখন খুবই আলোড়িত হচ্ছিলাম। যেভাবে খুঁটিনাটিভাবে “সাবরিনা”র লেখনী, দৃশ্যায়ন, অভিনয়, সর্বোপরি আমার বক্তব্য কত সহজভাবে তাঁকে ছুঁয়ে গেছে তা জানাচ্ছিলেন, সেটা আসলে আমার মতো তরুণের জন্য বিশাল অনুপ্রেরণা।’

নাজিয়া হক অর্ষা

গত মাসের শেষের দিকে হইচইয়ে মুক্তি পেয়েছে ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘সাবরিনা’। নারীকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও নাজিয়া হক অর্ষা। এ ছাড়া আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, রুনা খান, ইয়াশ রোহান, ডা. এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী, সৈয়দ জামান শাওন প্রমুখ।