‘২ষ’ এর ৪ পর্বের যোগসূত্র নিয়ে যা বললেন নুহাশ হুমায়ূন

নুহাশ হুমায়ূন। ছবি: সংগৃহীত

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির সাইকোলজিক্যাল হরর, থ্রিলার সিরিজ ‘২ষ’ মুক্তির পরে আলোচিত হয়েছে। সেই সিরিজের পর্বগুলোর যোগসূত্র নিয়ে কথা বলেছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। এই সিরিজগুলোর প্রতিটি পর্বই সাজানো ছিল আগে ও পরের পর্বগুলোর গল্প দিয়ে, যা দর্শকদের জন্য চমক। অনেকেই এই যোগসূত্র ধরতে পারেননি।

নুহাশের মতে, ‘পেট কাটা ষ’–এর সিকুয়েল ‘২ষ’-এর পর্বগুলোয় ভিন্ন দুই চরিত্রে দেখা গেছে অভিনয়শিল্পী আফজাল হোসেন ও জয়া আহসানকে। একসঙ্গে তাঁদের কোনো দৃশ্য না থাকলেও তাঁদের মধ্যে যোগসূত্র ছিল। সিরিজটির দর্শকদের বোঝার সুবিধার্থে দুই অভিনেতার চরিত্রের ব্যাখ্যা দিলেন এই তরুণ নির্মাতা।

‘২ষ’–এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’–এর দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে

নুহাশ সাক্ষাৎকার জানান, তিনি মূলত আফজাল হোসেনকে তাঁর সিরিজে অশুভ শক্তির চরিত্রে দেখিয়েছেন, যার মধ্যে রয়েছে নেতিবাচক বৈশিষ্ট্য। কিন্তু দর্শক সেভাবে ধারণা করতে পারেননি। এই অভিনেতার সঙ্গে অন্য আরেকটি পর্ব ‘বেসুরা’র ডাইনি চরিত্রে অভিনয় করা জয়া আহসানের কোনো যোগসুত্র রয়েছে।

নুহাশ বলেন, ‘আমি প্রতিটি পর্বের মধ্যে একটি যোগসূত্র দেখানোর চেষ্টা করেছি। যেমন আফজাল আঙ্কেল যখন “অন্তরা” পর্বের ডিনারে টেবিলে, তখন তিনি “অন্তরা” চরিত্রের অভিনেত্রী নওশাবাকে তাঁর প্রথম প্রেমের গল্প বলেন। একটা বাগানে তিনি ঘুরছিলেন। সেখানেই প্রথম প্রেমিকার সঙ্গে দেখা। কিন্তু প্রথম সেই নারী আসলে কে? সেটা কিন্তু কেউ জানে না। পরে দর্শক যখন “বেসুরা” সিরিজ দেখবে, তখন মিল পাবে। কারণ, এই “বেসুরো”র জয়া আহসানই কিন্তু তার প্রথম প্রেম।’

‘ভাগ্য ভালো’তে মোশাররফ করিম। চরকির সৌজন্যে

‘অন্তরা’ পর্বের রাতের খাবারের দৃশ্যটি সিরিজের গুরুত্বপূর্ণ একটি দৃশ্য। নুহাশ জানান, বাকি ৪টি পর্বের সঙ্গে সংযুক্ত এই একটি দৃশ্য। সেই দৃশ্যের ব্যাখ্যায় নুহাশ বলেন, ‘মোশাররফ করিম “ভাগ্য ভালো” পর্বে একটি শিশুর হাত দেখে বলেন, “ভাগ্য ভালো না। অল্প বয়সেই তোমার ওপর শয়তানের ভর করবে। কানের কাছে শয়তান ফিসফিসানি করবে। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিবা।” এ কথা বলায় মার খেতে হয় এই জ্যোতিষীকে। কিন্তু পরে দেখা যায় “অন্তরা”র রাতের খাবারের দৃশ্যে সেই শিশুটি রান্না করা আস্ত খাসির মাথা কেটে নওশাবার সামনে রাখছে। মূলত শিশুটি আফজাল হোসেনের ফিসফিস কথায় কনভিন্স হয়েছে।’

‘২ষ’-এ আরও মজার গল্প লুকিয়ে ছিল, ‘অন্তরা’র এই একটিমাত্র দৃশ্যে এমনটাই বললেন নুহাশ। তিনি জানান, রাতের খাবারের সময় যে মাস্ক মুখে গানের একটি দল বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, সেই একই মাস্ক ‘ওয়াক্ত’সহ পুরো গল্পে দেখা গেছে। এ একই দৃশ্যের গানের দলটি আনা হয়েছে অনেক দূরের গ্রাম থেকে। সেটাও বেশ রহস্যজনক।

‘অন্তরা’র পোস্টার

এখানেও রয়েছে শেষ পর্ব ‘বেসুরা’র সঙ্গে যোগসূত্র। এ প্রসঙ্গে নুহাশ বলেন, ‘গল্পে আমরা দেখিয়েছি অনেক দূরের একটি গ্রাম বেসুরা। যখন আফজাল হোসেন আঙ্কেলের চরিত্রটি বলে, অনেক দূরের গ্রাম থেকে গানের মানুষদের নিয়ে এসেছি, তখন এটা বোঝা যায়, সেই বেসুরার গ্রাম থেকেই তাদের নিয়ে আসা। এটা দৃশ্যের মিউজিক এবং চরিত্রগুলোর মুখে আঁকা আলপনা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই একই আলপনা বেসুরোর পর্বের চরিত্রগুলোয় দেখানো হয়েছে।’

আরও পড়ুন

নুহাশ জানান, চিত্রনাট্যে রাতের খাবারের দৃশ্যের মধ্যে দিয়ে পুরো সিরিজের যোগসূত্র স্থাপন করাটা কঠিন ছিল। ‘চিত্রনাট্য লেভেলে অনেক মজা ছিল। সময় নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। খুব অর্গানিকলি কানেকটেড হয়ে গেছে। এই গল্পগুলোর মধ্য দিয়ে দেখানো হয়েছে, আমরা ভালো কাজ করব, নাকি খারাপ কাজের সঙ্গে যুক্ত হব। নাকি যে খারাপ কাজ করেছি, সেটার দায় নিয়ে আমরা পরিবর্তন হতে পারব। সেই গল্পগুলোই “২ষ’–তে দেখানো হয়েছে।’ বললেন নুহাশ।

‘বেসুরা’র পোস্টার। ছবি: চরকির সৌজন্যে