ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত

ওটিটি প্ল্যাটফর্ম ও এর সঙ্গে যুক্ত অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের সম্মাননা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার

পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ডিজিটাল মাধ্যমে নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজ তৈরি হচ্ছে। ওটিটিতে প্রচারিত হচ্ছে নানা ধরনের কাজ। দর্শকেরাও এই মাধ্যমে অভ্যস্ত হয়ে উঠেছেন। নতুন মেধাবীরাও যুক্ত হচ্ছেন বিনোদনের এই নতুন মাধ্যমে। দিন দিন তাই দেশে ওটিটির চাহিদা বাড়ছে। এই চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশে গড়ে উঠছে ওটিটি প্ল্যাটফর্ম। এসব প্ল্যাটফর্ম ও এর সঙ্গে যুক্ত অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের সম্মাননা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। প্রবর্তন করেছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১।
রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে গতকাল শনিবার বসেছিল ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এর জমকালো আসর। এতে সেরা অভিনয়শিল্পী, সেরা সংগীতশিল্পী, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ৩২ বিভাগে পুরস্কৃত করা হয়। ৩২ বিভাগের মধ্যে সমালোচক, জনপ্রিয় বিভাগে মোট ১২টি বিভাগে পুরস্কৃত হয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। আসরে বাজিমাত করেছেন চরকি প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজের অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা।

পাঁচ মাস আগেই জানানো হয়েছিল, বিনোদন জগতে সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত চলচ্চিত্র, ওয়েব সিরিজসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট ও এর সঙ্গে সংশ্লিষ্টদের পুরস্কৃত করবে ডেইলি স্টার। গতকালের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, দ্য ডেইলি স্টার–এর সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম।

আসরে বাজিমাত করেছেন চরকি প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজের অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা

ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম তাঁর বক্তব্যে বলেন, 'ইস্পাহানি গ্রুপ শিল্পীদের সম্মাননা জানানোর প্রচেষ্টা নিয়েছে, আমাদেরকে অংশীদার করেছে, এটার জন্য আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। ওটিটি প্ল্যাটফর্ম নতুন যুগের উন্মোচন করেছে। সত্যিকার অর্থে আগে যে সীমিত পরিসরে ফিল্ম, টেলিভিশনের ড্রামা, সিরিজ প্রোডাকশন হতো, এসবের বাইরে এসে ওটিটি প্ল্যাটফর্ম একটি নতুন ধরনের সৃজনশীলতার জগৎকে সামনে নিয়ে এসেছে। এখানে ছোট শিল্পী থেকে বড় শিল্পী, প্রতিষ্ঠিত পরিচালক থেকে নতুন পরিচালক—সবাই তাঁদের সৃজনশীলতা প্রকাশ করার, প্রতিষ্ঠা করার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে নতুন শিল্পীরা আসছেন, নতুন উদ্যেক্তারা আসছেন, আর এর মাধ্যমে নতুন নতুন ড্রামা সিরিজ, নাটক, চলচ্চিত্র সবকিছু আমরা দেখতে পাচ্ছি। মাঝখান থেকে আমরা নতুন নতুন প্রতিভা দেখতে পাচ্ছি। সত্যিকার অর্থে তাই আমি খুবই আনন্দিত।'

পরিচালক, প্রযোজক, উদ্যোক্তা এবং কলাকুশলীরা মনে করছেন, ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস তাদের আগামীর পথচলায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তাকদীর–এ অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতে নেওয়া চঞ্চল চৌধুরী বললেন, 'অভিনয়শিল্পীর কাজই হচ্ছে অভিনয় করা, তা যেকোনো মাধ্যমেই হোক। কিন্তু ওটিটি এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা মাধ্যম। আমার সৌভাগ্য এই মাধ্যমে বেশ কিছু ফিল্ম আমি করেছি, যা প্রশংসিত হয়েছে। ওটিটির নতুন জোয়ার শুরু হয়েছে। এটাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। সেখানে ওটিটি নিয়ে ডেইলি স্টার–এর মতো পত্রিকার এমন আয়োজন যেন ধারাবাহিকভাবে চলে। আমরা শিল্পীরা ভালোবাসায় বাঁচতে চাই। ডেইলি স্টারকে আন্তরিক ধন্যবাদ এমন আয়োজনের জন্য।'

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে গতকাল শনিবার বসেছিল ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এর জমকালো আসর

জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, রফিকুল আলম, খুরশীদ আলম, ফোয়াদ নাসের বাবু, জুয়েল আইচ, গাজী রাকায়েত, রোজিনা, অরুণা বিশ্বাস, নিপুণ, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, রওনক হাসান, আফরান নিশো, জ্যোতিকা জ্যোতি, সোহেল মন্ডল, বাপ্পী, সাইমন, রোশান, তমা মির্জা, ফারিণ, কণ্ঠশিল্পী অবন্তি সিঁথি, চয়নিকা চৌধুরী, রায়হান রাফী

জনপ্রিয় ক্যাটাগরি

সেরা অভিনয়শিল্পী (পুরুষ)

চঞ্চল চৌধুরী, তাকদীর

সেরা অভিনয়শিল্পী (নারী)

তাসনিয়া ফারিণ, লেডিজ অ্যান্ড জেন্টলমেন

নেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী

আরফান নিশো, মরীচিকা

সেরা পার্শ্ব অভিনয়শিল্পী, সিরিজ (পুরুষ)

সোহেল মণ্ডল, তাকদীর

সেরা পার্শ্ব অভিনয়শিল্পী, সিরিজ (নারী)

অপর্ণা ঘোষ, লাইটস, ক্যামেরা...অবজেকশন, জাগো বাহে

সেরা পরিচালক, সিরিজ

আশফাক নিপুন, মহানগর

সেরা পরিচালক, সিনেমা

আশফাক নিপুন, কষ্টনীড়

সেরা সিনেমাটোগ্রাফার

বরকত হোসাইন, তাকদীর

সেরা ড্রামা/সিরিজ

তাকদীর

সেরা সিনেমা

খাঁচার ভেতর অচিন পাখি

সেরা কস্টিউম

ইদিলা ফারিদ, তাকদীর

সেরা সম্পাদনা

সালেহ সোবহান, লাইটস, ক্যামেরা...অবজেকশন, জাগো বাহে

সেরা চিত্রনাট্য (গল্প)

রায়হান রাফি, খাঁচার ভেতর অচিন পাখি

সমালোচক ক্যাটাগরি

সেরা অভিনয়শিল্পী (পুরুষ)

মোশাররফ করিম, মহানগর

সেরা অভিনয়শিল্পী (নারী)

তমা মির্জা, খাঁচার ভেতর অচিন পাখি

সেরা পরিচালক

সূকর্ণ শাহেদ, বাংকার বয়, জাগো বাহে

সেরা সিনেমা/ড্রামা/সিরিজ

মহানগর

সংগীত

সেরা সংগীত পরিচালক

সাজিদ সরকার, রূপকথার জগতে, নেটওয়ার্কের বাইরে

সেরা গায়ক

অবন্তী সিঁথি ও রেহান রাসুল

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর

সাজিদ সরকার, নেটওয়ার্কের বাইরে

সেরা গীতিকার

সোমেশ্বর অলি, রূপকথার জগতে, নেটওয়ার্কের বাইরে

ইনডিভিজুয়্যাল কনটেন্ট

সেরা কনটেন্ট ক্রিয়েটর (তথ্যচিত্র)

মোহসীন উল হাকিম, সুন্দরবনের দস্যুমুক্তির গল্প

সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিক্ষা)

আয়মান সাদিক, যেভাবে মোবাইল দিয়ে গ্রাফিকস ডিজাইন করবেন

সেরা কনটেন্ট ক্রিয়েটর (বিনোদন / কমেডি)

শেহওয়ার ও মারিয়া, বউকে কিছু কথা শোনালাম

সেরা কনটেন্ট ক্রিয়েটর (খেলা)

ক্রিকেট গুরুকুল, রিকশাচালক যখন পেশাদার ক্রিকেটার

সেরা কনটেন্ট ক্রিয়েটর (স্বাস্থ্য ও সুস্থতা)

দ্য বিগ কনটেন্ট লিমিটেড, ফ্রেশ বাংলাদেশ

সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিশু)

বাপ কা বেটা, মজার স্কুলে একদিন

সেরা কনটেন্ট ক্রিয়েটর (ট্রাভেল ভ্লগ)

নাদির অন দ্য গো–বাংলা, মারাত্মক হাঙ্গর মাছের সাথে সাঁতার

সেরা কনটেন্ট ক্রিয়েটর (অ্যানিমেশন)

শামীমা শ্রাবণী, টাইসন

সেরা কনটেন্ট ক্রিয়েটর (খাবার ও রেসিপি)

রাফসান দ্য ছোট ভাই, সো আই গট চ্যালেঞ্জড টু এ কুকিং কমপিটিশন

সেরা কনটেন্ট ক্রিয়েটর (সোশ্যাল কজ)

ফিরোজ হাসানের ফ্রি মোশন, জীবন সংগ্রাম বয়সের দিক বিবেচনা করে আসে না

বিশেষ স্বীকৃতি

দর্শক পছন্দের জনপ্রিয় ডিজিটাল মিডিয়া ড্রামা

টিম ব্যাচেলর পয়েন্ট