ওটিটিতে কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘স্টার ওয়ারস: স্কেলিটন ক্রু’–এর দৃশ্য। আইএমডিবি

‘অগ্নি’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৬ ডিসেম্বর
ফায়ার সার্ভিস কর্মীদের জীবন আর তাঁদের সাহসিকতা, আত্মত্যাগের কাহিনি নিয়ে বোনা হয়েছে ছবির গল্প।

ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে বলিউডে এই প্রথম কোনো ছবি নির্মাণ করা হলো। রাহুল ঢোলাকিয়ার এ ছবিতে অভিনয় করেছেন সায়ামি খের, প্রতীক গান্ধী, দিব্যেন্দু ভট্টাচার্য, সাই তামহংকার। ছবিতে নারী ফায়ার সার্ভিস কর্মীর চরিত্রে দেখা যাবে সায়ামিকে।

‘ফ্লাই মি টু দ্য মুন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ৬ ডিসেম্বর
গত জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রোমান্টিক-কমেডিধর্মী সিনেমাটি। গ্রেগ বারলান্তি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন ও চ্যানিং টাটুম। অ্যাপোলো ১১-এর চন্দ্র অভিযানের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার গল্প এক বিপণন বিশেষজ্ঞ ও নাসার কর্মকর্তাকে নিয়ে। যাঁদের দায়িত্ব দেওয়া হয় ভুয়া এক চন্দ্র অভিযানের। শেষ পর্যন্ত তাঁরা কী সফল হন? এটা নিয়েই গল্প।

‘প্যারাডক্স ইফেক্ট’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: চলমান
নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চেয়েছিল সে। তখনই ঘটে বিপত্তি। ঘটনাচক্রে এক খুনের সাক্ষী হয়। পরিবারের ওপর হুমকি আসে, বাধ্য হয়ে খুনিকে সাহায্য করে। কিন্তু শেষ পর্যন্ত সে কি পারে?

‘প্যারাডক্স ইফেক্ট’ সিনেমার পোস্টার। আইএমডিবি

এমন গল্প নিয়ে তৈরি হয়েছে এই অ্যাকশন সিনেমাটি। স্কট উইনট্রব পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন হার্ভি কেইটেল ও ওলগা ক্রুলেঙ্কো। ওটিটির আগে গত সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

‘স্টার ওয়ারস: স্কেলিটন ক্রু’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
এই সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিরিজটি বানিয়েছেন জন ওয়াটস ও ক্রিস্টোফার ফোর্ড। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুড ল, রায়ান কিয়েরা আর্মস্ট্রং।

আরও পড়ুন

স্টার ওয়ারস ফ্র্যাঞ্চাইজির সিরিজটির প্রথম পর্ব ২ ডিসেম্বর মুক্তি পেয়েছে, বাকি সাত পর্ব ধারাবাহিকভাবে আগামী বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত মুক্তি পাবে।