‘আমাদের বন্ধুত্বটাই বেশি’

ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিনসংগৃহীত

রহস্যজনকভাবে একটি খুন কে বা কারা করেছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। সেই খুন ও একটি পরিবারের রহস্যজনক সম্পর্ক নিয়ে রায়হান রাফীর নতুন ওয়েব সিরিজ ‘অমীমাংসিত’। সেখানে দম্পতিরূপে হাজির হচ্ছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। বাস্তবে ভালো বন্ধু হলেও এবারই তাঁরা প্রথমবার ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। বন্ধুত্বের সেই সম্পর্কও নাকি অভিনয়ে কাজে লেগেছে।
গল্পটা পাওয়ার পর থেকে রায়হান রাফীর ওয়েব সিরিজটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে বর্ষণের। গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে শুটিং হয়। শুটিংয়ের পর সিরিজের গল্প নিয়ে আলোচনা-সমালোচনা হলেও মুক্তি পায়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল, গল্পে চমক আছে। এর মধ্যেই গত সোমবার মুক্তি পায় ওয়েব সিরিজটির পোস্টার। সেখানে দেখা যায়, একটি পরিবারের তিন সদস্য। দুজন চেয়ারে বসে আছে। মাঝে দাঁড়িয়ে রয়েছে ছোট মেয়ে। তাদের পেছনে মুখোশ মুখে ছয়জন। পোস্টারেই আঁচ পাওয়া যায়, থ্রিলার ও পারিবারিক ড্রামা দিয়ে আবার নতুন করে চমক আনছেন রাফী।

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইমতিয়াজ বর্ষণ জানান, অন্য কাজগুলোর তুলনায় এটি একদমই আলাদাভাবে নির্মাণ করেছেন রাফী। বর্ষণ বলেন, ‘শুরু থেকেই রায়হান রাফীর চেষ্টা করেছিলেন আলাদাভাবে কাজটি করার। সেভাবেই শুটিং করা। আলাদা বলতে, আমাদের এই সিরিজে গল্পের প্রয়োজনে লং টেকের শট রয়েছে। কিছু কিছু দৃশ্য তিন-চার মিনিট করে। মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। যে কারণে নতুন একটি ভিজ্যুয়াল লুক পাবেন দর্শকেরা।’

ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন
সংগৃহীত

এর আগে তানজিকা আমিন ও বর্ষণ একসঙ্গে মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘শুভ রাত্রী’তে অভিনয় করেছিলেন। সেই থেকেই তাঁরা সহকর্মী থেকে ভালো বন্ধু। পরে তাঁরা বিচ্ছেদ নামের আরেকটি নাটকে অভিনয় করলেও একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘসময় তাঁদের দেখা যায়নি। তাঁরাও চাইছিলেন একসঙ্গে পর্দায় আসতে। কিন্তু সুযোগ হয়ে উঠছিল না।

বর্ষণ বলেন, ‘আমাদের বন্ধুত্বটাই বেশি। বন্ধুত্বের জায়গাটা অভিনয়েও কাজ লেগেছে। আমাদের নিয়মিত কথা হয়। যোগাযোগ হয়। যে কারণে এবার কাজটি করতে গিয়ে দেখেছি, ভালো সম্পর্কের সেই প্রতিফলন দর্শক পর্দায় পাবেন। আমাদের মধ্যে অনেক ভালো বোঝাপড়া। আমরা আড্ডা-গল্পে নিয়মিত চরিত্র নিয়ে কথা বলেছি। সেটা হয়তো অন্য শুটিংয়ে কম হয়। আর আমাদের টিমটি একদমই গোছানো ছিল। সব মিলিয়ে বলব, দর্শকেরা আমাদের পছন্দ করলেই সার্থক।’

নাটক, সিনেমায় নানা চরিত্রে অভিনয় করে প্রশংসিত বর্ষণ একের পর এক মুনশিয়ানা দেখিয়েছেন। ওটিটি দীপ্ত প্লেতে মুক্তি পাওয়া সর্বশেষ ‘অপলাপ’ দিয়ে দর্শকদের কাছে প্রশংসা পান। অন্যদিকে অভিনেত্রী তানজিকা আমিন অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি আশফাক নিপুণের ‘মহানগর ২’ দিয়ে সম্প্রতি সবচেয়ে বেশি আলোচনায় আসেন। সর্বশেষ রায়হান রাফী জানান, ২৯ ফেব্রুয়ারি আইস্ক্রিনে মুক্তি পাবে ‘অমীমাংসিত’।