কিরা, এত দিন কোথায় ছিলেন

‘ব্ল্যাক ডাভস’–এ কিরা নাইটলি। নেটফ্লিক্স

অনেক প্রশংসিত, পুরস্কৃত সিনেমায় অভিনয়ও করেছেন। তবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজ তাঁকে দুনিয়াজুড়ে খ্যাতি এনে দেয়। পেছন ফিরে দেখলে ৩৯ বছর বয়সী অভিনেত্রীর মনে হয়, টিনএজে ওই খ্যাতি না পেলেই বরং ভালো হতো! এতক্ষণে নিশ্চয় অনেক দর্শক বুঝে গেছেন যে কিরা নাইটলিকে নিয়ে কথা হচ্ছে। এত দিন পর অভিনেত্রীকে নিয়ে চর্চার কারণ নতুন সিরিজ ‘ব্ল্যাক ডাভস’। সিরিজটির সাফল্য নিয়ে লস অ্যাঞ্জেলেস টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী। সেখানেই তিনি খ্যাতির বিড়ম্বনাসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন।

কিরা নাইটলি জানান, ২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ মুক্তির পর রীতিমতো আতঙ্কে ভুগতেন তিনি। মাত্র ১৮ বছর বয়সেই তিনি তখন রীতিমতো তারকা, যেখানেই যান আলোকচিত্রীরা পিছু নেন। ঘরের বাইরেও আস্তানা গেড়ে বসে থাকে।

‘ব্ল্যাক ডাভস’-এর দৃশ্য। নেটফ্লিক্স

‘ব্যক্তিগত গোপনীয়তা বলতে কিছু ছিল না। একজন নারী যার বয়স ২০–ও হয়নি, তার জন্য সেটা ছিল রীতিমতো এক দুঃস্বপ্ন,’ বলেন কিরা। তবে বাণিজ্যিকভাবে এতটা সফল ফ্র্যাঞ্চাইজির অংশ হয়ে নিশ্চিন্তে বসে ছিলেন না, ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘অ্যাটোনমেন্ট’, ‘আ ডেঞ্জারাস মেথড’, ‘আনা কারেনিনা’, ‘দ্য ইমিটেশন গেম’-এর মতো প্রশংসিত সিনেমা করেছেন তিনি।

গত কয়েক বছরে পর্দায় অনুপস্থিত। ২০২১ সালে সর্বশেষ সিনেমা ‘সাইলেন্ট নাইট’ সেভাবে সাড়া জাগাতে পারেনি, ২০২৩ সালের সিরিজ ‘বোস্টন স্ট্র্যাংগলার’ও মিশ্র প্রতিক্রিয়া পায়। কিরা অবশ্য সব পুষিয়ে দিয়েছেন ব্ল্যাক ডাভস দিয়ে। গত বছরের ৫ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় ছয় পর্বের স্পাই থ্রিলারটি। মুক্তির পরই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়, এখনো নেটফ্লিক্সের ইংরেজিভাষী সিরিজের তালিকায় পাঁচে রয়েছে এটি।

কিরা নাইটলি। রয়টার্স

নিউইয়র্ক টাইমস-এর মতে, ডিসেম্বরে উৎসবের মৌসুমে মুক্তি পাওয়া সবচেয়ে উপভোগ্য সিরিজের একটি এটি। এতে কিরার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সমালোচক থেকে শুরু করে অভিনেত্রীর অনুরাগীরা মনে করছেন, ‘ব্ল্যাক ডাভস’ দিয়ে কিয়ারার একধরনের প্রত্যাবর্তন হলো। এ সিরিজের জন্য গোল্ডেন গ্লোবে ড্রামা সিরিজ বিভাগে সেরা অভিনেত্রীর মনোনয়নও পেয়েছেন কিরা। আগামী সোমবার সকালে সিরিজটির জন্য প্রথমবার কিরার হাতে গ্লোডেন গ্লোব উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।

গল্পে দেখা যায়, হেলেন (কিরা নাইটলি) ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর স্ত্রী। তবে হেলেন আদতে একজন গুপ্তচর। এক দশক ধরে ‘ব্ল্যাক ডাভস’ নামে একটি ভাড়াটে সংস্থার হয়ে তাঁরই স্বামীর ওপর নজর রাখছেন! শুধু রোমাঞ্চ নয়, প্রেম, আনুগত্য ও বৈশ্বিক রাজনীতির ছোঁয়াও রয়েছে সিরিজটিতে।

আরও পড়ুন

চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ডেডলাইনকে কিরা বলেন, তিনি নিজে থ্রিলারের বইয়ের পাঁড় ভক্ত। তবে এ সিরিজে তাঁর চরিত্রটি এতটাই রোমাঞ্চকর যে মুক্তির পর দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষার তর সইছিল না। সিরিজটি নিয়ে দর্শকের ভালোবাসার কথা কিরা নিশ্চয়ই এত দিনে জেনে গেছেন। মুক্তির আগে সিরিজটির দ্বিতীয় মৌসুমে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। নেটফ্লিক্সও এরই মধ্যে নিশ্চিত করেছে, ‘ব্ল্যাক ডাভস ২’ আসবে।