সিনেমা, সিরিজ ও গানে আবারও চরকির বাজিমাত
সিনেমা, সিরিজ ও গানে আবারও বাজিমাত করেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস–২০২৩–এ জনপ্রিয় ক্যাটাগরিতে সমালোচক ক্যাটাগরিতে সেরা সিরিজসহ সর্বোচ্চ ১৫টি পুরস্কার পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। বছরের সেরা কনটেন্টের পুরস্কার পেয়েছে চরকির ‘মাইসেল্ফ এলেন স্বপন’। বৃহস্পতিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে জমকালো আসর বসে। এতে সেরা অভিনয়শিল্পী, সেরা সংগীতশিল্পী, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ৩০ বিভাগে পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি বক্তব্য দেন। তাঁরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং সামনের দিনগুলোতে এ শিল্পের ব্যাপক বিকাশের আশা প্রকাশ করেন। এ ছাড়া ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও আলী ইস্পাহানি এ আয়োজনে উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনের প্রথমার্ধ সঞ্চালনা করেন রাফসান শাবাব ও আজরা মাহমুদ। শেষাংশের সঞ্চালনায় ছিলেন এফ এস নাঈম ও নাজিবা বাশার।
আয়োজনের রেড কার্পেটে সবাইকে অভ্যর্থনা জানান সারা আলম ও সৌম্য জ্যোতি। নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা তমা মির্জা, শাহনাজ সুমি ও মুমতাহিনা টয়া। গান শুনিয়েছেন এলিটা করিম ও তাসফিয়া ফাতিমা তাশফি। ছিল প্রীতম ও তাঁর দলের পরিবেশনাও।
এবার জেনে নেওয়া যাক কারা পেলেন এই আসরের পুরস্কার।
জনপ্রিয় ক্যাটাগরি
সেরা অভিনয়শিল্পী (পুরুষ)
মোশাররফ করিম, ‘মহানগর ২’
আফরান নিশো, ‘সাড়ে ষোল’ (নেতিবাচক চরিত্র)
সেরা অভিনয়শিল্পী (নারী)
আজমেরী হক বাঁধন (গুটি) ও তাসনিয়া ফারিণ (নিকষ)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ)
দিব্য জ্যোতি, ‘মহানগর ২’
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী)
তানজিকা আমিন, ‘মহানগর ২’
সেরা পরিচালক (সিরিজ)
আশফাক নিপুন, ‘মহানগর ২’
সেরা পরিচালক (সিনেমা)
রায়হান রাফী, ‘ফ্রাইডে’
সেরা চলচ্চিত্র,
‘বাবা সামওয়ান ফলোয়িং মি’
সেরা সিনেমাটোগ্রাফার
শেখ রাজিবুল ইসলাম, ‘মহানগর ২’
সেরা সিরিজ
‘মহানগর ২’
সমালোচক ক্যাটাগরি
সেরা সম্পাদনা
নিওন রোজারিও, ‘মাইসেল্ফ এলেন স্বপন’
সেরা চিত্রনাট্যকার
শিহাব শাহীন ও রবিউল ইসলাম রবি, ‘মাইসেল্ফ এলেন স্বপন’
সেরা মেকআপ আর্টিস্ট
আতিয়া রহমান, ‘মাইসেল্ফ এলেন স্বপন’
সেরা অভিনয়শিল্পী (পুরুষ)
নাসির উদ্দীন খান, ‘মাইসেল্ফ এলেন স্বপন’
সেরা অভিনয়শিল্পী (নারী)
নাজিয়া হক অর্ষা, ‘জাহান’
সেরা পরিচালক
মিজানুর রহমান আরিয়ান, ‘উনিশ ২০’
সেরা সিরিজ
উনিশ ২০
সেরা কস্টিউম
বিজয়া রত্নাবলী, ‘গুটি’
সংগীত
সেরা সংগীত পরিচালক
সাজিদ সরকার, ‘পাখি পাখি মন’
সেরা সংগীতশিল্পী
মাহতিম সাকিব ও অবন্তী সিথি, ‘উনিশ ২০’
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর
খৈয়াম সানু সন্ধি, ‘ভাইরাস’
সেরা গীতিকবি
ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, ‘আগুনের পাখি’
ইন্ডিভিজ্যুয়াল কনটেন্ট
সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিক্ষা)
নাফিস সেলিম
সেরা কনটেন্ট ক্রিয়েটর (বিনোদন/কমেডি)
আরএনএআর
সেরা কনটেন্ট ক্রিয়েটর (খেলাধুলা)
নয়ন অ্যান্ড অন, ফুটবলের সুপরহিরোদের সঙ্গে দেখা
সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিশু)
শামীমা শ্রাবণী, টুনটুনি
সেরা কনটেন্ট ক্রিয়েটর (ট্রাভেল ভ্লগ)
শুভাশিস ভৌমিক
সেরা কনটেন্ট ক্রিয়েটর (ফুড অ্যান্ড রেসিপি)
পেটুক কাপল
বছরের সেরা কনটেন্ট
মাইসেল্ফ এলেন স্বপন