আলোচিত পাকিস্তানি ধারাবাহিকটির শেষ পর্ব দেখে যা বললেন দর্শকেরা

‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকের দৃশ্যএক্স থেকে নেওয়া

ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির অভিনীত ‘কাভি মে কাভি তুম’ নিয়ে সামাজিক মাধ্যমে চর্চার শেষ নেই। এ বছরের সবচেয়ে আলোচিত পাকিস্তানি ধারাবাহিকের মধ্যে এটি একটি।
ইউটিউবের কল্যাণে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দর্শকের মধ্যেও ধারাবাহিকটি সাড়া ফেলেছে। এ ধারাবাহিকে মুস্তাফা ও সারজিনা দম্পতি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া।

‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকের দৃশ্য
এক্স থেকে নেওয়া

এআরআই টেলিভিশনে ৫ নভেম্বরের ধারাবাহিকটির শেষ পর্ব প্রচারিত হয়েছে। পরে ইউটিউবে প্রকাশ করা হয়। দুই দিনের ব্যবধানে শেষ পর্বটি ইউটিউবে ২ কোটি ৪০ লাখের বেশিবার দেখা হয়েছে।

ধারাবাহিকটি শেষ হওয়ার পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শকেরা। বেকার এক তরুণ থেকে মুস্তাফার উদ্যোক্তা হয়ে ওঠা ও স্ত্রী সারজিনার তাঁর পাশে থাকার গল্পে ধারাবাহিকটি নির্মাণ করেছে বিগ ব্যাং এন্টারটেইনমেন্ট। ২ জুলাই প্রচার শুরু হওয়ার পর থেকেই দর্শকের নজর কেড়েছে।

শেষ পর্ব প্রচারের পর অনেকে ধারাবাহিকটি নিয়ে এক্সে লিখছেন। কেউ কেউ লিখেছেন, এটি পাকিস্তানের সেরা ধারাবাহিকের একটি। সিয়া নামে আরেক দর্শক লিখেছেন, ‘কান্না ধরে রাখতে পারিনি। ধারাবাহিকের গল্পটা অসাধারণ।’

‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকের দৃশ্য
এক্স থেকে নেওয়া

ধারাবাহিকের ‘হ্যাপি এন্ডিং’ নিয়ে অনেকে প্রশংসা করেছেন। তবে কেউ কেউ বলছেন, শেষ আরও জমতে পারত। ঢাকার এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘ব্যাপারটা ঠিক জমল না। মনে হলো, খুব তাড়াহুড়া করে শেষ করে দিল। আরও ডিটেইলে শেষ করতে পারত। পুরো ড্রামা দেখে যতটা সন্তুষ্টি কাজ করছে, শেষটায় ততটা সন্তুষ্ট হতে পারলাম না কেন জানি।’

আরও পড়ুন