পর্দায় খোলামেলা দৃশ্য দেখে রেগে গিয়েছিলেন এই অভিনেত্রীর মা

‘ব্রিজারটন’–এ নিকোলা ককলিন। নেটফ্লিক্স

গত কয়েক বছরে বিশ্বজুড়ে তরুণদের কাছে যেসব সিরিজ জনপ্রিয়তা পেয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম ‘ব্রিজারটন’। ২০২০ সালে প্রচার শুরুর পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায় ব্রিটিশ সিরিজটি। গল্প, নির্মাণ, অভিনয় ছাড়াও সিরিজটির অন্তরঙ্গ দৃশ্য নিয়েও ব্যাপক আলোচনা হয়। এবার সিরিজের অভিনেত্রী নিকোলা ককলিন জানালেন, পর্দায় তাঁর অন্তরঙ্গ দৃশ্য থেকে মা প্রচণ্ড রেগে গিয়েছিলেন।

‘দ্য গ্রাহাম নরটন শো’তে হাজির হয়ে ককলিন বলেন, ‘এসব দৃশ্য নিয়ে মায়ের সঙ্গে অনেক চিৎকার–চেঁচামেচি করেছি। তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। মনে হচ্ছিল, আমি বড় একটা ভুল করে ফেলেছি। মা আয়ারল্যান্ডে এক রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। তিনি সিনেমা–সিরিজে এসব দৃশ্য দেখে অভ্যস্ত নন।’

এর আগে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টকে সিরিজটির অভিনেত্রী নিকোলা ককলিন জানিয়েছেন, ‘ব্রিজারটন’-এ চুক্তিবদ্ধ হওয়ার জন্য বিশেষ শর্ত দিয়েছিলেন।

‘ব্রিজারটন’–এ নিকোলা ককলিন। নেটফ্লিক্স

সাক্ষাৎকারে নিকোলা ককলিন জানিয়েছেন, মাকে নতুন কিস্তির একটি আলাদা সংস্করণ দেখাবেন তিনি। যেখানে অন্তরঙ্গ দৃশ্যগুলো কাটছাঁট করা থাকবে।

তিনি বলেছিলেন, ‘বিষয়টি আমার চুক্তিতে শর্ত হিসেবে লেখা আছে। অনেকে হয়তো মনে করবেন, আমি মজা করছি। আসলে তা নয়। আমি বড় হয়েছি আইরিশ ক্যাথলিকে। আমরা এভাবেই বিষয়টিকে দেখি।’ তবে তাঁর সাম্প্রতিক কথা শুনে মনে হচ্ছে, মায়ের কাছ থেকে দৃশ্যগুলো লুকাতে পারেননি তিনি।

আরও পড়ুন

‘ব্রিজারটন’-এর তৃতীয় মৌসুম চলতি বছরের জুনে মুক্তি পায়।