কোনো কোনো দিন ৫ বেলাও খেয়েছি!

৩৫ কেজি ওজন বাড়ানোর পর অভিনয়শিল্পী নাঈম
ছবি : চরকির সৌজন্যে

ওয়েব সিরিজ ‘কালপুরুষ’–এর টিজার প্রকাশের পরপরই অভিনয়শিল্পী নাঈমকে নিয়ে চলছে আলোচনা। চরিত্র হয়ে ওঠার জন্য তাঁর অস্বাভাবিক ওজন বাড়ানোর বিষয়টি সবার নজরে এসেছে। করছেন প্রশংসা। সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনয় অঙ্গনের অনেকেও নাঈমের এই পরিশ্রম, সাধনা ও চরিত্র হয়ে ওঠার আন্তরিকতায় মুগ্ধ। সবার কাছ থেকে এমন প্রশংসাপ্রাপ্তির ব্যাপারটা নাঈমের জন্য অনেক বড় অনুপ্রেরণার হয়ে উঠেছে। তবে ওই ওজন বাড়ানোর প্রক্রিয়াটা মোটেও সহজ ছিল না। ৮ মাসে ৩৫ কেজি ওজন বাড়ালেও পুরো প্রক্রিয়ার জন্য ১৭ মাসের একটা পরিকল্পনা ছিল, যার শেষ হবে এ বছরে নভেম্বরে। গত বছরের জুনে যখন প্রক্রিয়াটা শুরু হয়, তখন চিকিৎসক, পুষ্টিবিদ ও জিম প্রশিক্ষকের পরামর্শ মেনে চলেছেন নাঈম।

চরকি অরিজিনাল ও প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেটের ‘কালপুরুষ’ সিরিজে অভিনয় শুরুর আগে নাঈমের ওজন ছিল ৭৫ কেজি। সেখান থেকে শুটিং শুরুর আগে তা গিয়ে দাঁড়ায় ১১০ কেজির বেশিতে। নাঈম জানান, পুরো প্রক্রিয়ার জন্য ফিল্ম সিন্ডিকেটের সবাইকে ধন্যবাদ। চরকির সবার পাশাপাশি পরিচালক সালজার রহমানকেও।

নাঈম বলেন, ‘আমরা যখন কাজটা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, তখন আমার ট্রেইনারসহ ১৭ মাসের একটা পরিকল্পনা করলাম। কারণ, আমাকে ওজনটা বাড়ানোর পর একটা সঠিক প্রক্রিয়ায় কমানোর হিসাবটাও করতে হয়েছে।’

৩৫ কেজি ওজন বাড়ানোর পর অভিনয়শিল্পী নাঈম
ছবি : চরকির সৌজন্যে

ওজন কমানোর এ প্রক্রিয়া শুরুর পর নাঈম শুরুতে আত্মীয়স্বজনের বাসায় যাওয়া ও তাঁদের সঙ্গে দেখা বন্ধ করে দেন। বিনোদন অঙ্গনের অনেক অনুষ্ঠানে যাওয়া হয়নি তাঁর।

নাঈম বলেন, ‘এখন আমাকে হঠাৎ মোটা হয়ে যেতে দেখলে হুট করেই নানান কথা বলবে। কারণ, তারা তো আমার সাধনার বিষয়টা জানেন না। সাধনা করতে গেলে কষ্ট আসবেই। কষ্টকে বড় করে দেখার কিছু নাই, সাধনাকে বড় করে দেখা উচিত। বন্ধুবান্ধব যারা খুবই ঘনিষ্ঠ, শুধু তাদের সঙ্গে দেখা হতো। তারা জানত, আমি একটা কাজের জন্য ওজন বাড়াচ্ছি।’

বেশ কয়েক বছর ধরে নিয়মিত জিম করছেন নাঈম। ফিটনেস–সচেতন এই তারকা ‘কালপুরুষ’–এ চরিত্র হয়ে ওঠার জন্য ওজন বাড়াতে গিয়ে খাবারের ধরন ও জীবনাচারণেও বদল আনতে হয়েছে বলে জানান তিনি।

নাঈম বলেন, ‘খাবারের তালিকা শুরুর আগে ঠিক করতে হয়েছে। এমন চর্বিজাতীয় খাবার খাওয়া যাবে না, যাতে এটা পরে রিডিউস করা না যায়। আমি তখন সবজি, সাদা ভাত, মাছ, ডিম—এগুলোই বেশি খেতাম। শুরুর দিকে তিন বেলা খেতাম, এরপর আস্তে আস্তে বাড়িয়েছি। কোনো দিন চার বেলা, আবার কোনো কোনো দিন ৫ বেলাও খেয়েছি। শুটিংয়ের ২০-২৫ দিন আগে আমার ওজন গিয়ে দাঁড়ায় ১১০ কেজির বেশি। কিন্তু আমার মুখ ফোলে নাই তখনো। তখন আমরা আবার কার্বোহাইড্রেট–জাতীয় খাবার বাড়িয়েছি। ভাতের কার্বোহাইড্রেট কমানো সম্ভব। আমরা যদি দেখি, বাংলাদেশের কৃষক যোদ্ধারা যে অনেক ভাত খায়, কিন্তু তারা মোটা হয় না, পেটানো শরীর থাকে। কারণ, সে পরিমাণে পরিশ্রমও করে তারা, তাই তা কমে যায়। তাই আমরা ভাতের কার্বোহাইড্রেট বাড়িয়েছি, যাতে এটা পরে কমানো যায়।’

৩৫ কেজি ওজন বাড়ানোর পর অভিনয়শিল্পী নাঈম
ছবি : চরকির সৌজন্যে

নাঈম জানান, ওজন বাড়ানো বিষয়টা যেমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, কমানোর বিষয়টাও হুট করে সম্ভব নয়।

তিনি বলেন, ‘একটা রুটিনে থেকে খেয়ে কমাতে হবে। হুট করে কমানো যাবে না। পাঁচ বেলা থেকে এখন তিন বেলা খাওয়া চলছে। তিনবেলা থেকে দুই বেলা ভাত, এরপর একবেলা ভাত—এভাবেই চলবে।’

ওজন বাড়াতে খাবারের পাশাপাশি ব্যায়ামও করেছেন নাঈম। তিনি বলেন, ‘ব্যায়াম কখনো বন্ধ করিনি শুটিংয়ের সময় ছাড়া। ব্যায়ামটা করেছি খাবারের সঙ্গে ওজনটা কাঙ্ক্ষিত জায়গায় ব্যালেন্স করার জন্য। কারণ, শরীরে তো ওজনটা নেওয়ার পাশাপাশি সাসটেইন করাতে হবে। আমাকে শুটিংও করতে হবে। সে পলিসি মাথায় রেখে পরিকল্পনা করতে হয়েছে।’

‘কালপুরুষ’–এ কাজ শুরুর আগে চরিত্রটির জন্য তৈরি হতে গিয়ে পরিবার ছিল সবচেয়ে বেশি সাপোর্টিভ। অভিনয়শিল্পী স্ত্রী নাদিয়া আহমেদ সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন। এরপর নাঈমের মা–বাবাও।

৩৫ কেজি ওজন বাড়ানোর পর কালপুরুষ সিরিজের অভিনয়শিল্পী নাঈম (বামে)
FILMNOIR

নাঈম বলেন, ‘আমার শুকরিয়া, এই যাত্রায় অসুস্থ হইনি। আল্লাহ সুস্থ রাখছেন। প্রথমে তো পরিবারের সবাই খুব টেনশনে ছিল। কারণ, শরীরটা এ রকম মোটা হয়ে যাচ্ছে। রক্তচাপ বাড়ছে কি না, কোলেস্টরল বাড়ছে কি না, উদ্বিগ্নতা বাড়ছে কি না—বিভিন্ন জিনিস ভাবছিল। তাই রুটিনটা শুরুর আগে পুরো শরীর একবার টেস্ট করাই। সেই টেস্ট করানোর পর যখন দেখলাম, সব ঠিক আছে। এরপর আমরা ঠিক করি, তাহলে এভাবে যাব। আমার ট্রেইনার বলল, আমরা আড়াই মাসের করে একটা স্লট করি। এভাবেই আগাইলাম।’

ওজন বাড়ানোর এ প্রক্রিয়ায় হতাশাও ভর করেছিল নাঈমকে। তবে তা সুন্দরভাবে কাটিয়েও উঠেছেন।

নাঈম বলেন, ‘একটা মানুষ ৭৫ কেজি থেকে ১১০ কেজি প্লাস। কোনো জামাকাপড় পরতে পারি না। কারও সামনে যেতে পারি না। এদিকে একটা লম্বা সময় এটা ধরে রাখতে হবে। তাই ধৈর্য ধরে রাখাটা তো বেশ কষ্টসাধ্য ছিল। মাঝেমধ্যে একটু বিচ্যুতি ঘটেছে। আমার বেশি খারাপ লাগত রাতের বেলা। এরপর সকালে যখন জিমে যেতাম, ব্যায়াম শুরু করতাম, মানসিক ব্যালেন্স হয়ে যেত।’

নাঈম আজ সোমবার রাজশাহীতে শুটিং করছেন নতুন একটি চলচ্চিত্রে। ‘শেকড়’ শিরোনামের এ ছবির পরিচালক প্রসূন রহমান। কথা বলার একদম শেষে এসে নাঈম জানান, হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান বেল তাঁকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন। সিরিজের গল্পটা তো ছিলই।

নাঈম বলেন, ‘অনেকে হয়তো ভাববেন, এভাবে ওজন না বাড়িয়ে কোনো একটা প্রস্থেটিক কিংবা একটা ভুঁড়ি লাগালেও তো পারতাম। যদি সেটাই হয়, হলিউড তো প্রযুক্তিতে আমাদের চেয়ে অনেক আগানো। সেখানে ক্রিশ্চিয়ান বেলের মতো অভিনয়শিল্পী এমনটা কেন করছেন? তিনি করেছেন, করে দেখিয়েছেন, সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন। মনে হয়েছে, তিনি যদি পারেন, তাহলে আমার চেষ্টা করতে সমস্যা কোথায়? আর সত্যি বলতে, আমি ডুব দিয়েছিলাম গল্পে। গল্পটা আমাকে অনেকখানি চালিয়ে নিয়ে গেছে, অনেকখানি।’

‘পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছুই নেই’—এমন একটি কথা দিয়েই শুরু হয় চরকি অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’-এর টিজার। গতকাল সন্ধ্যায় মুক্তি পেয়েছে টিজারটি। টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ আরও অনেককেই। পরিচালক সালজার রহমান এর আগে নির্মাণ করেছেন বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র। তবে ওটিটিতে কাজ এই প্রথম।