বছরের আলোচিত গান জিতেছে পুরস্কার
মুক্তির পর থেকেই বছরজুড়ে আলোচনায় ছিল ‘রূপকথার জগতে’ গানটি। চরকি প্রযোজিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের গানটি সংগীতাঙ্গনের মানুষদেরও আলোচনায় ছিল। প্রথমবারের মতো দেওয়া চরকি অ্যাওয়ার্ডের সেরা গান নির্বাচিত হয়েছে ‘রূপকথার জগতে’। এই গানের জন্য চরকি পুরস্কৃত করেছে সংশ্লিষ্ট চারজনকে। তাঁরা হলেন শিল্পী রেহান রসুল ও অবন্তি সিঁথি, গীতিকার সোমেশ্বর অলি ও সংগীত পরিচালক সাজিদ সরকার। চারজনের হাতে পুরস্কার তুলে দেন চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু ও সংগীতশিল্পী সামিনা চৌধুরী।
আজ শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চরকি পরিবার। ঢাকার ১০০ ফুটসংলগ্ন এলাকা মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে শেফস টেবিলের কোর্ট সাইডে সন্ধ্যায় বসে এই আয়োজনের প্রথম আসর। সেখানেই ‘রূপকথার জগতে’ গানসংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আনুষ্ঠানিক যাত্রা শুরুর ১৫ মাস পার করছে চরকি। অল্প সময়ে চলচ্চিত্র, সিরিজ, গান দিয়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি অর্জন করেছে দর্শক গ্রহণযোগ্যতা। বিনোদন অঙ্গনসংশ্লিষ্ট ব্যক্তিদের আস্থার একটি নাম দেশীয় এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অভিনয় করে অভিনয়শিল্পীরা এত দিন কুড়িয়েছেন প্রশংসা। তরুণ মেধাবীদের অনেকেই এই প্ল্যাটফর্ম দিয়ে নিজেদের বিকশিত করেছেন। ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে পরিচালক-প্রযোজকেরা পেয়েছেন বাহবা। চরকি প্রথমবার তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলোকে এসব জানান চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি।