‘পাতাল লোক’–এ থাকতে পারেন
ওয়েব সিরিজ ‘কারাগার’–এ অনবদ্য অভিনয় করে এখন আলোচনায় চঞ্চল চৌধুরী। বাংলাদেশ তো বটেই, তাঁকে নিয়ে ভারতীয় দর্শক, সমালোচকেরাও প্রশংসায় পঞ্চমুখ। এরপর থেকেই গুঞ্জন—একাধিক ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশি অভিনেতাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করছে।
নতুন খবর, ২০২০ সালে মুক্তি পাওয়া আমাজন প্রাইমের আলোচিত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’–এর দ্বিতীয় মৌসুমে কাজের সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর। ব্যাটে–বলে মিলে গেলে প্রথমবারের মতো হিন্দি সিরিজে কাজ করবেন এ অভিনেতা।‘পাতাল লোক’-এ অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী প্রথম আলোকে জানান, সিরিজটির কাস্টিং এজেন্সি থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। তারা কিছু দৃশ্যের শুটিং করে পাঠাতে বলেছে, তিনি সেগুলো পাঠাচ্ছেন। বিষয়টি এখনো ফিফটি–ফিফটিতে আছে। বাকিটা চূড়ান্ত হলে জানা যাবে।
এর আগে গুজব ছড়ায়, আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের সিরিজে অভিনয় করছেন চঞ্চল। পরে জানা যায়, খবরটি ভুয়া।
২০২০ সালে মুক্তি পাওয়া ‘পাতাল লোক’ তৈরি হয়েছিল বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন শ্লেট ফিল্মস থেকে।
অনুরাগ কাশ্যপসহ অনেক ভারতীয় পরিচালক, অভিনয়শিল্পী সিরিজটিকে ভারতের সেরা সিরিজ বলেও অভিহিত করেন। সিরিজটিতে অভিনয় করেন জয়দ্বীপ আহলাওয়াত, নীরাজ কবি, স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।