তিশা, ইয়াশ ও পলাশের নতুন সিরিজ

তানিম রহমান অংশুর নাম ঠিক না হওয়া অ্যানথোলজি সিরিজে দেখা যাবে পলাশ, তানজিন তিশা ও ইয়াশ রোহানকে। কোলাজ

নতুন সিরিজ নির্মাণ করছেন তানিম রহমান অংশু। নাম ঠিক না হওয়া অ্যানথোলজি সিরিজটি ছয় পর্বের। সাইক্লোজিক্যাল হরর, টাইম ট্র্যাভেল নিয়ে সিরিজটির গল্প। সিরিজের নাম ঠিক না হলেও ছয় পর্বের মধ্যে পাঁচটির নাম ঠিক হয়েছে। পর্বগুলো হলো ‘রিউইন্ড’, ‘টাইম লুক’, ‘ক্রস কানেকশন’, ‘সোল্ড ফুল অ্যাক্ট’ ও ‘ব্রেকআপ প্যাচআপ’। সিরিজটির প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন ইয়াশ রোহান, পলাশ ও তানজিন তিশা।

তানজিন তিশাকে দেখা যাবে নতুন সিরিজে
ফেসবুক থেকে

গত সপ্তাহ থেকে সিরিজটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে পলাশ ও তিশাকে নিয়ে রিউইন্ড নামে প্রথম পর্বের কাজ প্রায় শেষ। পরিচালক অংশু জানান দেশের বর্তমান পরিস্থিতির কারণে শুটিং বন্ধ আছে। আর একদিন শুটিং হলে প্রথম পর্বের শুটিং শেষ হবে।

এবারই প্রথম এ ধরনের গল্প নিয়ে সিরিজ নির্মাণ করছেন অংশু। এ ব্যাপারে তিনি বলেন, ‘এখন তো মানুষের দেখার টেস্ট পরিবর্তন হয়েছে, গল্পের ভাবনা, বলার ভঙ্গিও পরিবর্তন হয়েছে। বাইরের দর্শকেরা হরর সিরিজ, থ্রিলার সিরিজ, সাইক্লোজিক্যাল হরর সিরিজ বেশি দেখে। সেই জায়গায় থেকে আমাদের দর্শকেরাও এ ধরনের গল্প দেখতে চান। বিষয়টি মাথায় রেখেই এই কাজটি করছি। দেখা যাক, দর্শক কতটুকু পছন্দ করেন।’

তানিম রহমান অংশুর সিরিজে আবার দেখা যাবে ইয়াশ রোশানকে। ছবি: অভিনেতার ফেসবুক থেকে

পরিচালক জানান সিরিজটির দুটি পর্ব দেশে শুটিং হবে। বাকি চারটি পর্বের শুটিং হবে অস্ট্রেলিয়ার সিডনিতে।

অংশু বলেন, ‘আশা করছি, দেশের পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে। আগামী মাসের শুরুর দিকে দুটি পর্বের শুটিং শেষ হতে পারে। এরপর ওই মাসের শেষের দিকে বাকি পর্বের কাজগুলো শেষ করতে অস্ট্রেলিয়া যাব আমরা।’
এর আগে ‘তীরন্দাজ’ নামে একটি সিরিজে অংশুর সঙ্গে কাজ হয়েছিল পলাশের। তবে সেটি ছিল একই গল্পের সিরিজ। এবারেরটা ভিন্ন ভিন্ন গল্পের।

পলাশ। অভিনেতার ফেসবুক থেকে

পলাশ বলেন, ‘কাজল আরেফিন অমি ভাইয়ের সঙ্গে আমার নিয়মিত কাজ হয়। তাঁর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা একধরনের। আবার অংশু ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্য রকমের। অমি ভাইয়ের সঙ্গে কাজের বাইরে যখন অন্য পরিচালকের কাজ করি, একটু ইউনিক গল্প দেখে করি। সেটি অংশু ভাইয়ের কাজে পাওয়া যায়, তা ছাড়া নির্মাতা হিসেবে অংশু ভাইয়ের জার্নি অনেক দিনের। তিনি একজন ভালো নির্মাতা। তাঁর সঙ্গে কাজ করলে অনেক কিছুই জানা যাই, শেখা যাই।’

অমির বাইরে অন্য নির্মাতারও যে তাঁকে নিয়ে ভাবছেন, এটিকে বড় পাওয়া মনে করছেন পলাশ। এই অভিনেতার ভাষ্য, ‘অমি ভাইয়ের সঙ্গে সাধারণ যে ধরনের গল্পে কাজ করি, সে ধরনের গল্প থেকে বেরিয়ে অন্য পরিচালকেরা আমাকে নিয়ে এখন ভাবছেন, এটি আমার জন্য বড় পাওয়া। আর আমি এখন ভিন্ন ধরনের গল্পে কাজ করতে বেশি আগ্রহী।’

সিরিজের আরেক অভিনেতা ইয়াশ রোহান জানান অস্ট্রেলিয়ায় যে চারটি পর্বের শুটিং হবে, সেই পর্বগুলোয় কাজ করবেন তিনি। এর আগে অংশুর পরিচালনায় আলোচিত ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে অভিনয় করেছিলেন এই অভিনেতা।

ইয়াশ বলেন, ‘গল্প শুনেছি। ঠিকঠাক মতো করতে পারলে আমার জন্য এটি একটি অন্য রকমের কাজ হবে। আমি সব সময় অংশু ভাইয়ের কাজের ভক্ত। দারুণ সব নির্মাণ করেন তিনি, “যা বুকের মধ্যে আগুন” সিরিজে অভিনয় করতে গিয়ে বুঝতে পেয়েছিলাম। তবে তাঁর সঙ্গে কাজ করতে গেলেও ভয় পাই আমি।’

আরও পড়ুন


এই অভিনেতা জানালেন সিরিজটিতে শুটিংয়ের জন্য আগামী মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা আছে।