কী দেখবেন, কোথায় দেখবেন
প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল। এতে রাজদাসীদের জীবন ও সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ১৭ থেকে ২০তম পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।
বল্লভপুরের রূপকথা
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ১৩ জানুয়ারি
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় সিনেমাটি গত অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয়। অতিপ্রাকৃত কমেডি সিনেমাটি এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। একই নামের নাটক অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী প্রমুখ।
ট্রায়াল বাই ফায়ার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৩ জানুয়ারি
১৯৯৭ সালে দিল্লির উপহার প্রেক্ষাগৃহে ‘বর্ডার’ সিনেমা প্রদর্শনের সময় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে মারা যান ৫৯ জন। সেই ঘটনা অবলম্বনে লেখা বই থেকেই তৈরি হয়েছে সিরিজটি। রণদীপ ঝা ও প্রশান্ত নায়ারের এই সিরিজে অভিনয় করেছেন অভয় দেওল, রাজশ্রী দেশপান্ডে।
মার্ডারস ইন দ্য উইকেড ওয়েস্ট
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: ডিসকভারি প্লাস
দিনক্ষণ: ১৩ জানুয়ারি
যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তের নির্জন শহরগুলোয় প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব খুনের অনেকগুলো এমনই জটিল যে সমাধানে পুলিশকে হিমশিম খেতে হয়। এমন ঘটনা নিয়ে চার পর্বের তথ্যচিত্র।
হান্টার্স
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১৩ জানুয়ারি
তিন বছর আগে মুক্তি পেয়েছিল সিরিজটির প্রথম কিস্তি। সিরিজটির দ্বিতীয় ও শেষ কিস্তি মুক্তি পাচ্ছে এবার। ড্রামা সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লোগান লারম্যান, আল পাচিনো প্রমুখ। সিরিজের স্রষ্টা ডেভিড ওয়েইল।
দ্য লাস্ট অব আস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ১৫ জানুয়ারি
পোস্ট–অ্যাপোক্যালিপটিক সিরিজটি তৈরি হয়েছে একই নামের ব্যাপক জনপ্রিয় ভিডিও গেমস থেকে। সিরিজের স্রষ্টা ক্রেগ মাজিন ও নেইল ডার্কম্যান। অভিনয় করেছেন পেদ্রো প্যাসকল, বেলা র্যামসি।