তিন দম্পতির এক বিন্দুতে মেলার গল্প ‘ত্রিভুজ’
‘সমাজের তিন স্তরের তিন ধরনের মানুষ একটা কেন্দ্র বিন্দুতে এসে মিলে যায়। আমার এই গল্পে মনস্তাত্ত্বিক লড়াই, নীতিনৈতিকতা, মূল্যবোধসহ নানা বিষয়ই উঠে এসেছে। এ ছাড়া আছে সমাজের উঁচু–নিচু ভেদাভেদ। এক দম্পতির একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো গল্প এগোবে, যার প্রভাব বাকি দুই দম্পতির জীবনেও পড়ে।’ ওয়েব ফিল্ম ‘ত্রিভুজ’ নিয়ে এভাবেই বলেন নির্মাতা আলোক হাসান। গতকাল ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্তপ্লেতে মুক্তি পেয়েছে।
সিরিজটি নিয়ে নির্মাতা প্রথম আলোকে বলেন, ‘হরর, থ্রিলার, ক্রাইম, মার্ডার মিস্ট্রি—ওটিটিতে সাধারণত এ ধরনের কাজই বেশি দেখি আমরা। আমি আবার সোশ্যাল ড্রামা ঘরানার কাজ করতে পছন্দ করি। মনে হলো, ওটিটিতে এ ধরনের কাজ খুব একটা হয় না। এটা ভেবে প্রস্তাব দিলে দীপ্ত প্লে রাজি হয়ে যায়।’
নির্মাতা জানান, ৮০ মিনিটের এই ওয়েব সিনেমায় সমাজের তিন স্তরের গল্প বলতে চেয়েছেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে শুটিং হওয়া ‘ত্রিভুজ’-এ অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়-আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ-ফারিন খান ও সোহেল মণ্ডল-মৌসুমী মৌ। জানা গেছে, সমাজের তিন স্তরের দম্পতির চরিত্রে তাঁদের দেখা যাবে।
এ ছাড়া আইনজীবীর চরিত্রে আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।