আবার কেন ‘সাবিলা’র কথা বললেন ফারিণ

‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ সিরিজে তাসনিয়া ফারিণ। আইএমডিবি

‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নানা কারণেই গুরুত্বপূর্ণ বাংলা সিরিজ। এটি ছিল মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ। অন্যদিকে ২০২১ সালে মুক্তি পাওয়া এ সিরিজে অভিনয় করেই দুই বাংলায় ব্যাপক পরিচিতি পান তাসনিয়া ফারিণ। সিরিজটিতে ‘সাবিলা’ চরিত্রে অভিনয় করেন ফারিণ। নতুন করে আবার ‘সাবিলা’কে নিয়ে সরব অভিনেত্রী। কিন্তু কেন?  

ফারুকী নির্মিত এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হয়েছিল ভারতীয় প্ল্যাটফর্ম জি-ফাইভে। গেল বছর এই প্ল্যাটফর্মটি বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে বাংলাদেশি কনটেন্টগুলো দেশের দর্শকেরা আর দেখতে পারছেন না।

‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ সিরিজের নতুন পোস্টার। ফেসবুক থেকে

মূলত ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ নিয়ে আনন্দ সংবাদ জানাতেই ভিডিও দিয়েছেন ফারিণ। সেখানেই নিজের অভিনীত ‘সাবিলা’ চরিত্রটি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

ভিডিও বার্তায় অভিনেত্রী জানান, বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্ট্রিমিং হচ্ছে ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’।

আরও পড়ুন

এ সময় যাঁরা দেখেননি সিরিজটি, তাঁদের উদ্দেশে ফারিণ বলেন, ‘এটি দু–তিন বছর আগের একটি কাজ। হয়তো অনেকেই এটি দেখেননি।

‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ সিরিজে আফজাল হোসেন। আইএমডিবি

যাঁরা দেখেননি, আমি আশা করব তাঁরা যেন বঙ্গতে গিয়ে এটি দেখে ফেলেন।’

এই সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আফজাল হোসেন, জয়ন্ত চ্যাটার্জী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, মারিয়া নূর, মোস্তফা মন্‌ওয়ার, শরাফ আহমেদ জীবন, হাসান মাসুদ প্রমুখ।