২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’

দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ দ্য রেড স্লিভ। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল। এতে রাজদাসীদের জীবন ও সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির ৩৭ থেকে ৪০তম পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।

‘ফ্রাইডে’–এর পোস্টার

ফ্রাইডে
ধরন: সিনেমা
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: ৩ মার্চ
রায়হান রাফীর নতুন ওয়েব ফিল্ম। আগের কয়েকটি কাজের মতো এটিও দেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করেছেন নির্মাতা। দিন কয়েক আগে মুক্তি পাওয়া ট্রেলারে আভাস পাওয়া যায়, ছবিতে এক পরিবারে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বয়ান তুলে ধরা হয়েছে। অভিনয় করেছেন তমা মির্জা, নাসির উদ্দিন খান, ফারজানা ছবি প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, ওয়েব ফিল্মটিতে নৃশংসতা থাকায় এটি সব দর্শকের উপযোগী নয়।

‘গুলমোহর’ দিয়ে বিরতির পর অভিনয়ে ফিরছেন শর্মিলা ঠাকুর

গুলমোহর
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ৩ মার্চ
বাত্রা পরিবারে অনেক প্রজন্মের মানুষের বাস। তবে সবার আর একসঙ্গে থাকা হচ্ছে না। ত্রিশ বছরের বেশি পুরোনো বাড়ি ছেড়ে যে যার নতুন ঠিকানায় উঠবে। বাড়ি ছাড়ার শেষ চার দিনের গল্প নিয়ে ড্রামা ঘরানার ছবিটির পরিচালক রাহুল ভি ছিত্তেলা। এই ছবি দিয়েই দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন শর্মিলা ঠাকুর। এ ছাড়া আছেন মনোজ বাজপাই, সুরজ শর্মা, অমল পালেকার প্রমুখ।

‘ক্রিস রক: সিলেকটিভ আউটরেজ’–এর পোস্টার

ক্রিস রক: সিলেকটিভ আউটরেজ
ধরন: সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৪ মার্চ
নেটফ্লিক্সের ইতিহাসের প্রথম অনুষ্ঠান যা সরাসরি সম্প্রচারিত হবে। সেই অনুষ্ঠানের অতিথি আবার গত বছরের অস্কারের সঞ্চালক ক্রিস রক! ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানটিতে তিনি অস্কারের চড়–কাণ্ড নিয়ে মুখ খুলবেন। ঘোষণার পর থেকেই তাই অনুষ্ঠানটি দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন ভক্তরা।

‘ডেইজি জোন্স অ্যান্ড দ্য সিক্স’ সিরিজটি নির্মাণ করা হয়েছে তথ্যচিত্রের আদলে

ডেইজি জোন্স অ্যান্ড দ্য সিক্স
ধরন: মিনি সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৩ মার্চ
টেলর জেনকিন্স রেইডের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত মিনি সিরিজটি সত্তর দশকের এক রক ব্যান্ডদলকে ঘিরে। সিরিজ হলেও তথ্যচিত্রের আদলে নির্মাণের কারণে মুক্তির আগে থেকেই আলোচনায় স্কট নেওসটাডটার ও মাইকেল এইচ ওয়েবারের সিরিজটি। ১০ পর্বের সিরিজে অভিনয় করেছেন রেইলি কেওগ, কামিলা ম্যারোন, স্যাম ক্ল্যাফিন প্রমুখ।

আরও পড়ুন