২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত এ আয়োজন।

‘দ্য রেড স্লিভ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ দ্য রেড স্লিভ। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল। এতে রাজদাসীদের জীবন এবং সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ১৭ থেকে ২০ পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।

‘কর্ণসুবর্ণের গুপ্তধন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ১৬ ডিসেম্বর
গত ৩০ সেপ্টেম্বর মুক্তির পর প্রেক্ষাগৃহে দুর্দান্ত ব্যবসা করে সোনাদা সিরিজের নতুন সিনেমা কর্ণসুবর্ণের গুপ্তধন। এবার ছবিটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। এবারও আবীর, ঝিনুকেরা বেরিয়ে পড়বেন গুপ্তধনের সন্ধানে। ধ্রুব ব্যানার্জির সিনেমাটিতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা।

ইন্ডিয়ান প্রিডেটর: ‘বিস্ট অব বেঙ্গালুর’  
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৬ ডিসেম্বর
ভারতের ঘটে যাওয়া অপরাধের ঘটনা নিয়ে সিরিজ তথ্যচিত্রটির এবারের কিস্তি বিস্ট অব বেঙ্গালুর। দক্ষিণ ভারতের শহরটিতে এক রহস্যময় খুনি নৃশংসভাবে এক নারীকে খুন করেন। তাঁকে ধরতে শহরের পুলিশের অভিযান নিয়ে এ তথ্যচিত্র।

‘মার্টিন: দ্য রিইউনিয়ন’
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ১৬ ডিসেম্বর
নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা পায় টিভি সিরিজ মার্টিন। দুই দশকের বেশি সময় পর সেই সিরিজের পাত্র-পাত্রী ও কলাকুশলীরা ফিরে দেখেছেন সেই সময়কে। কথা বলেছেন তাঁদের শোর প্রভাব নিয়ে।

‘গোবিন্দা নাম মেরা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি‍ ‍+ হটস্টার
দিনক্ষণ: ১৬ ডিসেম্বর
হিন্দি কমেডি থ্রিলার সিনেমাটি সরাসরি ওটিটিতে মুক্তি পেয়েছে। ধর্মা প্রোডাকশন প্রযোজিত সিনেমাটির পরিচালক শশাঙ্ক খৈতান।

প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল, কিয়ারা আদভানি ও ভূমি পেদনেকর। ছবির গল্প গোবিন্দকে নিয়ে। গৌরীর সঙ্গে তাঁর সংসার ভালোই চলছিল। ঝামেলা হয় তখনই, যখন সুকু নামের এক নারীর প্রেমে পড়েন গোবিন্দ।

‘ন্যানি’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি‍ ‍+ হটস্টার
দিনক্ষণ: ১৬ ডিসেম্বর
মার্কিন হরর সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে নিকাটু জুসুর। চলতি বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ছবিটির, জেতে গ্র্যান্ড জুরি পুরস্কার।

এটিই প্রথম হরর সিনেমা সানড্যান্সে গ্র্যান্ড জুরি পুরস্কার পেল। ছবিটিতে অভিনয় করেছেন আনা ডিওন, মিচেল মোনাগান প্রমুখ।