জমকালো আয়োজনে চরকি অ্যাওয়ার্ডস
অভিনয়ের জন্য প্রথমবার পুরস্কার পেয়েছেন তরুণ অভিনয়শিল্পী নাজিফা তুষি। আবার দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে পুরস্কৃত হয়েছেন নন্দিত অভিনয়শিল্পী আফসানা মিমি। অভিনয়প্রতিভা থাকা সত্ত্বেও দীর্ঘদিন অভিনয় করার সুযোগ না পাওয়া ইন্তেখাব দিনার নতুন করে নিজেকে মেলে ধরেছিলেন চরকি প্রযোজিত ওয়েব সিরিজে অভিনয় করে। শেষ পর্যন্ত সেই ওয়েব সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনয়শিল্পীর পুরস্কারও পেয়েছেন গুণী এই অভিনয়শিল্পী। এমন সব ঘটনার সাক্ষী হয়েছে চরকি অ্যাওয়ার্ড মঞ্চ। বিনোদন অঙ্গনের কয়েক প্রজন্মের শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে শিল্পীরা গ্রহণ করেন শ্রেষ্ঠত্বের পুরস্কার।
এ বছরের ১২ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে গতকাল শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসেছিল এই আয়োজনের প্রথম আসর।
সেখানেই চরকিতে প্রচারিত ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের বিভিন্ন বিভাগের শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। চরকি অ্যাওয়ার্ড উপলক্ষে তারকাদের মেলা বসেছিল। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা যেমন উপস্থিত ছিলেন, তেমনি অভিনয় ও সংগীতাঙ্গনের কয়েক প্রজন্মের শিল্পীরা ছিলেন অতিথির আসনে।
অনুষ্ঠানে তারকাদের উপস্থিতিও ছিল ব্যাপক। তারিক আনাম খান, নিমা রহমান, সামিনা চৌধুরী, জয়া আহসান, মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, সালাহউদ্দিন লাভলু, রোকেয়া প্রাচী, আরিফিন শুভ, পরীমনি, নাঈম, নাদিয়া, বিজরী বরকতুল্লাহ, মৌসুমী হামিদ, নাবিলা, জিয়াউল রোশান, মামনুন ইমন, কনা, রুনা খান, সিয়াম, শরীফুল রাজদের উপস্থিতিতে মিলনায়তন ছিল তারার আলোয় আলোকিত। সন্ধ্যার আগেই সুসজ্জিত বেশভূষায় তাঁরা অনুষ্ঠান কেন্দ্রে আসতে থাকেন। লালগালিচায় হেঁটে মিলনায়তনে প্রবেশের সময় বলেছেন এই অনুষ্ঠানকে ঘিরে তাঁদের প্রত্যাশার কথা।
কয়েক বছর ধরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রশংসিত তাসনিয়া ফারিন এবারই প্রথম কোনো মঞ্চে পরিবেশনায় অংশ নিলেন। সাত নম্বর ফ্লোর চলচ্চিত্রে অভিনয় দিয়ে আলোচিত তমা মির্জা জমকালো পরিবেশনা নিয়ে আসেন তাঁরই অভিনীত এই চলচ্চিত্রের ‘পাখি’ শিরোনামের গান দিয়ে। তমার পরিবেশনা মুগ্ধতা ছড়ায় উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মধ্যে।
চরকি কার্নিভ্যাল নিয়ে বিনোদনজগতের তারকাদের মধ্যে কয়েক দিন ধরে বেশ আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে চরকি কার্নিভ্যালের অভিনব আমন্ত্রণপত্র নিয়ে আলোচনা হয়েছে। অভিনব আমন্ত্রণপত্র পেয়ে অনেকেই ধারণা করছেন, নিশ্চয় অনুষ্ঠানে পরিবেশনায় থাকবে বড় ধরনের চমক।
তবে বিনোদন অঙ্গনের কোন তারকা কী ধরনের পরিবেশনায় অংশ নেবেন, সে সম্পর্কে আগে থেকেই জানাতে চায়নি চরকি। তাই তো অনুষ্ঠানস্থলে বিনোদন অঙ্গনের যাঁরাই আসেন, তাঁদের একটাই মত, ‘খুব চমৎকার একটা সন্ধ্যা কাটালাম। সবার সঙ্গে সবার দেখা হলো। আড্ডা হলো। চরকিও তাদের এই সম্মাননা জানানোর মধ্য দিয়ে নিজেদের আগামীর পরিকল্পনার কথাও জানিয়ে দিল। নিঃসন্দেহে এটি সুন্দর একটি সন্ধ্যা হয়ে থাকবে।’
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে অভিনয় করে আলোচনায় এসেছেন সোহেল মণ্ডল ও শিরিন শিলা। অভিনয় দিয়ে আলোচনায় আসা দুই তারকা প্রথমবার ‘ভূত পরিবেশনা’ নামের একটি আয়োজনে অংশ নেন। এই দুজনের পরিবেশনা বেশ এনার্জেটিক ছিল—মন্তব্য অনুষ্ঠানে আসা সবার। চলচ্চিত্রে আলম খানের সৃষ্ট একাধিক গানের মেলডিতে মেহ্জাবীনের বিশেষ পরিবেশনা ছিল নজরকাড়া।
জমকালো আয়োজনে চরকি অ্যাওয়ার্ড শুরুর আগে প্রথম পরিবেশনায় আসেন আফরান নিশো ও নাসির উদ্দিন খান। আনুষ্ঠানিক যাত্রা শুরুর ১৫ মাস পার করছে চরকি। অল্প সময়ে চলচ্চিত্র, সিরিজ, গান দিয়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি অর্জন করেছে দর্শক গ্রহণযোগ্যতা। বিনোদন অঙ্গনসংশ্লিষ্ট ব্যক্তিদের আস্থার একটি নাম দেশীয় এই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অভিনয় করে অভিনয়শিল্পীরা এত দিন কুড়িয়েছেন প্রশংসা। তরুণ মেধাবীদের অনেকেই এই প্ল্যাটফর্ম দিয়ে নিজেদের বিকশিত করেছেন। ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে পরিচালক-প্রযোজকেরা পেয়েছেন বাহবা। চরকি প্রথমবার তাঁদের এমন একটি আয়োজনের মধ্য দিয়ে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়। প্রথম আলোকে এসব জানান চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি।
সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হয় এই পুরস্কার। পুরস্কার প্রদান পর্বের উপস্থাপনা করেন সাবিলা নূর ও ইয়াশ রোহান। এর আগে এই দুজনকে একসঙ্গে কোনো উপস্থাপনায় দেখা যায়নি। পুরো আয়োজন প্রসঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকির দর্শকদের এত দিন ধরে যাঁরা ভালো ভালো কাজ উপহার দিয়ে মাতিয়ে রেখেছেন, তাঁদের প্রতি ভালোবাসা থেকেই এই অ্যাওয়ার্ডের আয়োজন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যাঁরা প্রথম থেকেই পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’ কথায় কথায় রনি এ-ও বলেন, ‘একটা বিশাল আনন্দযজ্ঞ। বিনোদন অঙ্গনের সবাই চরকির এই আনন্দযজ্ঞের সঙ্গে একাত্মতা বোধ করেছেন। আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। যাঁরা সশরীর অনুষ্ঠান দেখার সুযোগ পাননি, তাঁদের কথা ভেবে পুরো অনুষ্ঠান শিগগিরই চরকিতে মুক্তি দেব।’