ভূতপ্রেত নাকি মানুষ, কিসে বেশি ভয়

‘২ষ’–এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’–এর দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে

‘এই জীবনে পাপের বিচার হয় না, কবরে হয়। কিছু কিছু পাপ এত ভারী হয় যে বিচার কবর ফুঁইড়া চইলা আসে।’ ‘২ষ’-এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’-এর ৩৪ সেকেন্ডের টিজারে এমন একটি সংলাপই আছে। টিজার শেষে হারমোনিয়ামের সুরে গা ছমছম করে ওঠে। প্রথম পর্বটি কেমন হয়েছে, এতক্ষণে অনেক দর্শকই সেটা দেখে ফেলেছেন নিশ্চয়। গতকাল রাত ১২টায় মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর প্রথম পর্ব। ১২ ডিসেম্বর বিকেলে প্রকাশ পায় সিরিজটির ট্রেলার।

২০২২ সালে মুক্তির পর দর্শক-সমালোচকের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয় নুহাশ হুমায়ূনের সিরিজ ‘পেট কাটা ষ’। দুই বছর পর এল দ্বিতীয় মৌসুম। এবারের কিস্তিতে রয়েছে চারটি নতুন গল্প। আগামী তিন সপ্তাহে পর্যায়ক্রমে পরের পর্বগুলো মুক্তি পাবে। প্রথম পর্ব ‘ওয়াক্ত’ তৈরি হয়েছে পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতি নিয়ে।

‘২ষ’–এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’–এর দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে

নুহাশ হুমায়ূন বলেন, ‘পাপ করার পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয় না। “ওয়াক্ত” গল্পে এ রকম একটা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা ও নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। একজনকে নিয়ে কাজ করাই কঠিন, সেখানে পাঁচজনকে নিয়ে করাটা আরও কঠিন। তারপরও সবার সহযোগিতায় কাজটি ভালো হয়ে উঠেছে বলে মনে হয়।

‘ওয়াক্ত’-এ পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু ও রাফায়াতুল্লাহ সোহান।

‘২ষ’–এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’–এর দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে

‘২ষ’-এর অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃত বৈবাহিক জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’। ‘বেসুরা’-তে থাকছে সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প।

‘ষ’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘অনেকেই মনে করেন, হরর মানেই অন্ধকার থেকে একটা ভূত লাফ দিয়ে আসবে।

শুটিংয়ে নুহাশ। চরকির সৌজন্যে

“২ষ” হরর জনরার হলেও এটি মূলত সাইকোলজিক্যাল হরর সিরিজ। “পেট কাটা ষ” ছিল ছোটবেলায় শোনা ভূতের গল্প নিয়ে। সমাজের কোন জিনিসে আমরা বেশি ভয় পাই, সেটা নিয়ে এবার আমরা কাজ করতে চেষ্টা করেছি। তাই আমরা বলছি, “ভূতপ্রেত নাকি মানুষ, কিসে বেশি ভয়?” অন্ধকারের ভূতের চেয়ে সমাজের অনেক ইস্যু আমাদের মধ্যে বেশি ভয়ের সৃষ্টি করছে। এবার সেটাই বলার চেষ্টা করেছি।’

আরও পড়ুন

সিরিজের অন্য পর্বগুলোতে দেখা যাবে মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান, আদনান আদীব খান, সামিয়া অথৈ, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু, এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেককে।