প্রেমের খবরটি ভুয়া

কিম জি ওন ও কিম সু হিয়োনইনস্টাগ্রাম থেকে

আলোচিত টিভি সিরিজ ‘কুইন অব টিয়ারস’–এর অভিনেত্রী কিম জি ওনের সঙ্গে সিরিজের অভিনেতা কিম সু হিয়োনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। আলোচনার পারদ যখন তুঙ্গে তখন কিম সু হিয়োন বলছেন, বিষয়টি ভুয়া।

কিম সু হিয়োন ও কিম জি ওন
ইনস্টাগ্রাম থেকে

‘কুইন অব টিয়ারস’–এ দম্পতির চরিত্রে অভিনয় করেছেন কিম জি ওন ও কিম সু হিয়োন। মূলত পর্দার রসায়নকে বাস্তবের সঙ্গে মিলিয়ে কেউ কেউ গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছেন।

কিম সু হিয়োন এক বিবৃতিতে পরিষ্কার করেছেন, চরিত্রের প্রয়োজনে দম্পতি হিসেবে দেখা গেছে তাঁদের। এর সঙ্গে ব্যক্তিগত জীবনের সঙ্গে যোগসূত্র নেই। ফলে গুঞ্জনে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।

গত বছরের এপ্রিলে ‘কুইন অব টিয়ারস’ প্রচার শেষ হয়েছে। প্রচার শেষ হওয়ার তিন মাস পর দুজনের প্রেমের গুঞ্জন চাউর হয়। তবে এত দিন ধরে দুজনই মুখে কুলুপ এঁটে ছিলেন। অবশেষে কিম সু হিয়োন বিষয়টি নিয়ে কথা বললেন। এই বছর ডিজনি প্লাস সিরিজ ‘নক অফ’ দিয়ে অভিনয়ে অভিনয়ে ফিরেছেন কিম সু হিয়োন।

আরও পড়ুন